নেভিতে বিটেক পড়িয়ে চাকরি

287
0

ভারতীয় নৌবাহিনীতে চার বছরের ১০+২ (বিটেক) ক্যাডেট এন্ট্রি স্কিমে পার্মানেন্ট কমিশনে (জানুয়ারি ২০২৫) ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে৷ Indian Navy Recruitment 2024

নিচের যোগ্যতার অবিবাহিত পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন৷

জেইই (মেইন) ২০২৪ (বিই/ বিটেক) অল ইন্ডিয়া র‍্যাঙ্কের ভিত্তিতে তৈরি মেধাতালিকার মাধ্যমে সার্ভিসেস সিলেকশন বোর্ডের ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন৷

বাছাই প্রার্থীদের চার বছরের বিটেক কোর্স পড়িয়ে নেওয়া হবে৷ বিটেক ডিগ্রি দেবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়৷

শূন্যপদ: ৪০ এগজিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্র্যাঞ্চ।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স সহ দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ।

দশম বা দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে।

রাজ্য়ের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগ

বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ২ জুলাই ২০০৫ থেকে ১ জানুয়ারি ২০০৮ তারিখের মধ্যে৷

শারীরিক মাপজোক: উচ্চতা, ওজন, দৃষ্টিশক্তি ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা যাবে www.joinindiannavy.gov.in ওয়েবসাইট থেকে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: জেইই (মেইন) অল ইন্ডিয়া তালিকায় মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে৷

ইন্টারভিউ হবে কলকাতা, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু ও ভোপালে৷ আবেদনের সময় দেওয়া ইমেল আইডিতে

অথবা ফোন নম্বরে ইন্টারভিউ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে৷

পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

আবেদনের পদ্ধতি: www.joinindiannany.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ২০ জুলাই ২০২৪ পর্যন্ত। Indian Navy Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন