কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জুলাই ২০২৪

109
0
Current Affairs 10th July

আন্তর্জাতিক
  • গাজায় সংঘর্ষ বিরতি নিয়ে দোহায় শুরু হয়েছে আলোচনা। এই আলোচনায় যেমন রয়েছেন হমাসের প্রতিনিধিরা তেমনি রয়েছেন ইজরায়েলের সরকারি প্রতিনিধিরা। এই আলোচনা চলার মধ্যেই দক্ষিণ গাজার খান ইউনিসের আবাসান শহরের একটি শরণার্থী শিবিরে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইজরায়েলি সেনা। একটানা বেশ কয়েকটি আক্রমণে বহু শিশু ও মহিলাসহ অন্তত ৭৭ জন নিহত হয়েছেন।
  • সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত তিন দিন ধরে উত্তাল বাংলাদেশ। সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা বাতিলের দাবিতে এই আন্দোলন করছে বাংলাদেশের ছাত্ররা। প্রসঙ্গত, ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে মোট সরকারি চাকরির ৫৬ শতাংশ ছিল সংরক্ষিত। মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য ৩০, মহিলাদের জন্য ১০, বিভিন্ন জেলার জন্য ১০, জনজাতিদের জন্য ৫ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ ছিল সংরক্ষিত। ছাত্রদের লাগাতার আন্দোলনের পর ২০১৮ সালে জনজাতি ও প্রতিবন্ধীদের অংশটুকু বাদে বাকি সংরক্ষণ বাতিল বলে ঘোষণা করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সম্প্রতি ঢাকা হাইকোর্ট সেই নির্দেশ খারিজ করে দিয়েছে। এরপরই সংরক্ষণের পুরনো ব্যবস্থা চালু হওয়ার আশঙ্কায় আন্দোলন শুরু করেছে ছাত্র সমাজ। বাংলাদেশের সুপ্রিম কোর্ট অবশ্য হাইকোর্টের ওই নির্দেশে স্থগিতাদেশ জারি করে ছাত্রদের অবিলম্বে আন্দোলন প্রত্যাহার করতে বলেছে।।
জাতীয়
  • রাশিয়া থেকে অস্ট্রিয়া সফরে ভিয়েনা পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪১ বছর পর কোন ভারতের কোনোও প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে গেলেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর রাশিয়া শহরকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছে রাশিয়া। যদিও বিষয়টি নিয়ে পুনরায় গভীর উদ্বেগ প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার ২৪ ঘন্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মুখ খুললেন। তিনি বললেন, ভারত ও রাশিয়ার এই আলোচনা নিয়ে তারা নজর রাখছে।
  • ভারতের সংবিধানের প্রস্তাবনা অংশ থেকে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি বাদ দেওয়ার জন্য সুব্রহ্মনম স্বামী সুপ্রিম কোর্টে যে আবেদন জানিয়েছেন তা আগামী আগস্ট মাস পর্যন্ত স্থগিত রাখল সর্বোচ্চ আদালত। ১৯৭৬ সালে সংবিধানের ৪২ তম সংশোধনীর মাধ্যমে ওই শব্দ দুটি যোগ করা হয়েছিল দেশের সংবিধানের প্রস্তাবনা অংশে।
  • ফৌজদারি কার্যবিধির ১২৫ নম্বর ধারা দেশের সব মহিলার প্রতি সমানভাবে প্রযোজ্য। যার ফলে মুসলিম মহিলারাও এই ধারা অনুযায়ী খরপোশের দাবি জানাতে পারেন। এদিন এই রায় দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ। তেলেঙ্গানার এক মুসলিম মহিলার বিবাহবিচ্ছেদের পর খরগোশের আবেদন নিয়ে আদালত।
  • পুনরায় একটি সেতু ভেঙে পড়ল বিহারে। এই নিয়ে গত তিন সপ্তাহে ১৮ টি সেতু ভেঙে পড়লো সেখানে। এই ঘটনায় সরকারি ইঞ্জিনিয়ারদের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
খেলা
  • কোপা আমেরিকা ২০২৪ প্রতিযোগিতার সেমি ফাইনালে আর্জেন্টিনা ২-০ গোলে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠলো। এদিন লিওনেল মেসি চলতি কোপা প্রতিযোগিতায় দেশের হয়ে তাঁর প্রথম গোলটি করলেন।
  • ইউরো কাপের ফাইনালে উঠলো ইংল্যান্ড। এদিন সেমিফাইনালে তারা ২-১ গোলে হারিয়ে দিল নেদারল্যান্ডসকে।
  • সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত ২৩ রানে হারিয়ে দিল জিম্বাবোয়েকে। যার ফলে সিরিজে আপাতত ভারত ২-১ ব্যবধানে এগিয়ে গেল। প্রসঙ্গত, ভারতের সিনিয়র ক্রিকেটাররা অবসর নেওয়ায় এই সিরিজ ভারত খেলছে মূলত তরুণদের শক্তিতে। এই দলের অধিনায়ক শুভমন গিল।
  • পূর্ব ঘোষণা মতোই লর্ডসে জীবনের শেষ টেস্ট খেলতে নামলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। এই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১২১ রানে। ৪৫ রানে ৭ উইকেট নিলেন পেশ বোলার গাস অ্যাটকিনশন।
বিবিধ
  • রাজনীতির লড়াইকে এবার গল্পের মাঠে টানলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পুনরায় প্রার্থী হয়েছেন। তিনি রিপাবলিকান দলের প্রার্থী। অন্যদিকে বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনও এই নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী। ট্রাম্প এই ভোটে লড়ার আগে জো-কে গলফ মাঠে ১৮ হোলের একটি খেলায় অংশ নিতে আহ্বান করলেন। ট্রাম্প বলেছেন এই ম্যাচে হেরে গেলে তিনি বাইডেনের ঠিক করে দেওয়া কোনও স্বেচ্ছাসেবী সংস্থায় ১০ লক্ষ ডলার অনুদান দেবেন।