কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ জুলাই ২০২৪

172
0
Current Affairs 15th July

আন্তর্জাতিক
  • ঢাকায় দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষে জখম হলেন তিন শতাধিক ছাত্র-ছাত্রী। ঢাকায় সংরক্ষণ বিরোধী ছাত্রদের সঙ্গে আওয়ামি লিগ এর ছাত্র সংগঠন ছাত্রলিগের এই সংঘর্ষ হয়।
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলটিকেই নিষিদ্ধ বলে ঘোষণা করল পাকিস্তানের বর্তমান সরকার। ২০২৩ সালে পাকিস্তানের বিভিন্ন হিংসাত্মক রাজনৈতিক কর্মকাণ্ডের পিছনে এই দলের ভূমিকা ছিল বলে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
  • আততায়ীর গুলিতে আহত হলেও প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সুস্থ রয়েছেন। তবে আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে রিপাবলিকান দলের সমর্থক পঞ্চাশ বছর বয়সী করি কমপ্যারাটোর।
জাতীয়
  • দেশের নতুন বিদেশ সচিব হিসেবে দায়িত্ব নিলেন বিক্রম মিশ্র। তিনি ১৯৮৯ ব্যাচের আইএফএস অফিসার। তিনি চিন বিশেষজ্ঞ এবং জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ।
  • মধ্যপ্রদেশের ধার জেলায় ভোজশালা চত্বরের একটি মসজিদ নিয়ে বিতর্ক ছিল। হিন্দুরা এটিকে পুরনো সরস্বতী মন্দির হিসেবে দাবি করেন। বর্তমানে তা পরিচিত কামাল মাওলা মসজিদ নামে। ওই মসজিদ নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চের নির্দেশে ভারতের পুরাতত্ত্ব সর্বক্ষণ (এএসআই) তাদের পর্যবেক্ষণ শুরু করেছিল। এবার তার রিপোর্ট জমা পড়ল আদালতে। সেখানে বলা হয়েছে, ওই কাঠামোর ১০৬টি স্তম্ভ, একাধিক শিলালিপি বিশ্লেষণ করে বলা যায় যে সেগুলি পুরনো মন্দিরেরই অংশ। এটি দশম- একাদশ শতকের নির্মাণ বলে জানানো হয়েছে।
খেলা
  • কোপা আমেরিকা ২০২৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। এই নিয়ে পরপর দুইবার এই প্রতিযোগিতায় তারা চ্যাম্পিয়ন হল। ২০২১ সালে কোপা আমেরিকা,
  • ২০২২ সালে ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালে পুনরায় কোপা আমেরিকা ট্রফি জয়ের এই হ্যাটট্রিক স্পেন ছাড়া অন্য কোন দেশ করেনি। স্পেন ২০১৮ সালে ইউরো, ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০১২ সালে পুনরায় ইউরো জেতে। আর্জেন্টিনার লিওনেল মেসি অধিনায়ক হিসেবে ৪৫তম খেতাব জিতলেন। এদিন ফাইনালে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়ে দিল কলম্বিয়াকে। এদিন জয়সূচক গোলটি করলেন লাউতারো মারতিনেস।
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির ফুটবলার টমাস মুলার। জার্মানির হয়ে ১৩১টি ম্যাচ খেলে ৪৫ টি গোল করেছিলেন তিনি। ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে তিনি বিদায় জানালেন।
  • কোপা আমেরিকা জেতার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০০৮ সালে প্যারাগুয়ের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর।
বিবিধ
  • গত জুন মাসে দেশের পাইকারি বাজারে মূল্য বৃদ্ধির হার ছিল ৩.৩৬ শতাংশ। এই হার গত ১৬ মাসের মধ্যে সবথেকে বেশি। বিশেষত খাদ্য পণ্যের পাইকারি বাজারে দাম বেড়েছে ১১ শতাংশ। পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে ৯৩ শতাংশ, আলুর ৬৬ শতাংশ। খুচরো বাজারে মূল্য বৃদ্ধির হার হয়েছে ৫.০৮ শতাংশ যা গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি।
  • ডলারের নিরিখে টাকার দাম কমে হল ৮৩.৬২ টাকা প্রতি ডলার। এই প্রথম এত পতন ঘটল ভারতীয় মুদ্রার দামের। অন্যদিকে ভারতের শেয়ার বাজারের দুটি সূচক সেনসেক্স এবং নিফটি নতুন উচ্চতায় পৌঁছানোর রেকর্ড করল।