কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জুলাই ২০২৪

122
0
Current Affairs 17th July

আন্তর্জাতিক
  • নাম আবু সইদ। সে রংপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের স্নাতক স্তরের ছাত্র। বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে যে ৬ জন ছাত্রের মৃত্যু হয়েছে তার মধ্যে আবু সইদ অন্যতম। দুদিকে হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকা আবু সইদের এই ছবি এখন ঘুরছে সামাজিক মাধ্যমগুলিতে। দেশজুড়ে বিক্ষোভের পরিস্থিতিতে ছাত্র হত্যার এই ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • ২০২০ সালে ইরানে এক শীর্ষস্থানীয় সেনা অফিসারকে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা অবিলম্বে শুরু হবে বলে জানালেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাসির কানানি। তবে ট্রাম্পকে হত্যার জন্য ইরান চক্রান্ত করছে বলে যে অভিযোগ উঠেছে তা তিনি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
জাতীয়
  • মহারাষ্ট্রে ‘লাডলা ভাই যোজনা’ নামক প্রকল্প ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। এই প্রকল্পে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা মাসে ৬০০০ টাকা, আইটিআই এবং ডিপ্লোমা উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ৮ হাজার টাকা এবং স্নাতক ছাত্রছাত্রীরা মাসে ১২ হাজার টাকা পাবেন বলে জানানো হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী থাকার সময় শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশে মহিলাদের জন্য লাডলি বহেনা প্রকল্প চালু করেছিলেন।
  • নিখোঁজ হয়েছিলেন ন’দিন আগে। অবশেষে সিকিমের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী অত্রি রামচন্দ্র পৌরিয়াল-এর দেহ উদ্ধার হল তিস্তা নদীর চর থেকে। বাংলাদেশের লালমনিরহাট জেলায় নদীর তীর থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ।
  • মহারাষ্ট্র ছত্তিশগড় সীমান্তে নিরাপত্তারক্ষীদের সঙ্গে লাগাতার লড়াইয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন ১২ জন মাওবাদী।
খেলা
  • শ্রীলঙ্কায় দুষ্কৃতিদের গুলিতে নিহত হলেন অন্যতম খ্যাতনামা ক্রিকেটার ধামিকা নিরসন। তিনি ২০০২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের অধিনায়ক ছিলেন।
  • আসন্ন অলিম্পিকে প্যারিসে ভারত ১৭ জনের দল পাঠাবে। সঙ্গে সাপোর্ট স্টাফ থাকবেন ১৪০ জন।
  • ১০ ব্রিজে প্যাভিলিয়ন প্রান্তের নামকরণ করা হলো ইংল্যান্ডের ক্রিকেটার স্টুয়ার্ট ব্রডের নামে।
বিবিধ
  • লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম থেকে ইতিহাস প্রসিদ্ধ বাঘনখ মুম্বই এসে পৌঁছল। এই অস্ত্র ব্যবহার করেই আফজল খানকে হত্যা করেছিলেন ছত্রপতি শিবাজি। মোট তিন বছরের জন্য সেটি ভারতে রাখার ব্যাপারে লন্ডনের সংগ্রহশালার সঙ্গে চুক্তি হয়েছে বলে মহারাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার জানিয়েছেন। আপাতত সাত মাস সেটি সাতারার সংগ্রহশালায় দর্শক সাধারনের দেখার জন্য রাখা থাকবে।
  • দেশের প্রথম ডাবল ডেক ফ্লাইওভার এর উদ্বোধন হল বেঙ্গালুরুতে। এটি ৩.৩৬ কিলোমিটার দীর্ঘ।