উত্তর ২৪ পরগণার বনগাঁ (গ্রামীণ) সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে। Anganwadi Recruitment 2024
প্রার্থী যে গ্রাম পঞ্চায়েতের শূন্যপদের জন্য আবেদন করবেন প্রার্থীকে সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদঃ আকাইপুর- ৮, বৈরামপুর- ৯, ছইঘোড়িয়া- ৭, চৌবেড়িয়া ১- ৭,
চৌবেড়িয়া ২- ১২, ধর্মপুকুরিয়া- ৮, দিঘারী-৭, গঙ্গানন্দপুর-১২, গাড়াপোতা-১৪, ঘাটবাওর-৮, গোপান নগর১- ৭,
গোপালনগর ২- ৮, কালুপুর-১০, পাল্লা-৩, সুন্দরপুর-৫, ট্যাংরা-৪।
যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ।
বয়সঃ ১ জুলাই ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ১ জুলাই ১৯৮৯-১ জুলাই ২০০৬ তারিখের মধ্যে)।
প্রার্থী বাছাই পদ্ধতিঃ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
প্রথমে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় পাশ করলে ১০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
উচ্চমাধ্যমিক যোগ্যতায় স্টেনোগ্রাফার নিয়োগ
লিখিত পরীক্ষার সিলেবাস– ১) স্থানীয় ভাষায় ১৫০ শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা লিখন- ১৫ নম্বর
২) পাটিগণিত (অষ্টম শ্রেণীর মানের)- ২০ নম্বর ৩) নিরাপদ রন্ধন পদ্ধতি, জন স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন- ১৫ নম্বর,
৪) ইংরাজি (ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান), সরল অনুবাদ (অষ্টম শ্রেণীর মানের)- ২০ নম্বর
৫) সাধারণ জ্ঞানের প্রশ্ন- ২০ নম্বর।
আবেদনের পদ্ধতিঃ http://64.227.165.145/phase2/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলাইন আবেদনের আগে সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি, নীল/কালো কালিতে আবেদনকারিণীর নামের সম্পূর্ণ স্বাক্ষর
এবং যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে।
উত্তর ২৪ পরগণয়া স্টাফ নার্স নিয়োগ
অনলাইন আবেদনের সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৫ অগস্ট ২০২৪ তারিখ রাত ১১.৫৯মিনিট পর্যন্ত। Anganwadi Recruitment 2024