কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ জুলাই ২০২৪

177
0
Current Affairs 29th July

আন্তর্জাতিক
  • ভেনেজুয়েলার রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো। তিনি এই নিয়ে টানা তিনবার ভেনেজুয়েলার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন। এবারের নির্বাচনে তিনি ৫১.২% ভোট পেয়েছেন।
  • বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে নাশকতা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মৌলবাদী রাজনৈতিক দল জামাত-ই- ইসলামি এবং তাদের ছায়া সংগঠন ইসলামি ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা করল বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগ।
জাতীয়
  • শিক্ষাক্ষেত্র ও সরকারি চাকরিতে অনগ্রসর শ্রেণিগুলির জন্য সংরক্ষণের হার বাড়িয়ে সবমিলিয়ে ৬৫ শতাংশ সংরক্ষণ করার যে সিদ্ধান্ত নিয়েছিল বিহার সরকার তাতে স্থগিতাদেশ দিয়েছিল পাটনা হাইকোর্ট। সেই স্থগিতাদেশের বিরুদ্ধে এদিন সুপ্রিম কোর্টে বিহার সরকার আবেদন জানালেও তাতে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত।
  • দিল্লির আবগারি দুর্নীতি মামলায় রাইস অ্যাভিনিউ সিবিআই আদালতে চূড়ান্ত চার্জশিট পেশ করল সিবিআই। সেখানে মূল অভিযুক্ত করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।
খেলা
  • প্যারিস অলিম্পিকে পুরুষদের টেনিস সিঙ্গেলস এর দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হলেন নোভাক জোকোভিচ এবং রাফায়েল নাদাল। এই লড়াইয়ে ৬-১, ৬-৪ ব্যবধানে জয়ী হলেন জোকোভিচ। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল এ ভারতের অর্জুন বাবুতা চতুর্থ স্থান পেলেন। হকিতে ভারত ও আর্জেন্টিনার মধ্যে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকলো। ব্যাডমিন্টন পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডেই হেরে যাওয়ার পর অবসর ঘোষণা করলেন ভারতের রোহন বোপান্না।
  • ২০২৫ সালের এশিয়া কাপ ক্রিকেট আয়োজিত হবে ভারতে। তখন এই প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরমেটে ২০১৭ সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। সে বছর ৫০ ওভারের ম্যাচ খেলা হবে এই প্রতিযোগিতায়।
  • ডুরান্ড প্রতিযোগিতার প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ৩-১ ব্যবধানে হারিয়ে দিল ইন্ডিয়ান এয়ারফোর্সকে।
বিবিধ
  • গত ২৮ জুলাই শ্রীনগরের তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৯ সালের ৯ই জুলাই এর পর এর এত গরম একটি দিন কাটালো, কাশ্মীরের রাজধানী। শুধু রবিবারই নয় তার যত গত এক সপ্তাহ ধরেই দিনের সর্বোচ্চ উষ্ণতা ত্রিশের উপর থাকছে কাশ্মীর উপত্যকায়। গত ২৫ বছরের মধ্যে এ বছরই উষ্ণতম জুলাই কাটালো শ্রীনগর।