পশ্চিম-মধ্য রেলে অ্যাপ্রেন্টিস

225
0

পশ্চিম-মধ্য রেলে ৩৩১৭ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। RRC WCR Apprentice Recruitment 2024

নোটিফিকেশন নম্বরঃ ০১/২০২৪। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল।

অনলাইন আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

যোগ্যতাঃ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সহ দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ

এবং এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।

অন্যান্য সবকটি পদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পাশ।

বয়সঃ ৫ অগস্ট ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ

আবেদনের ফিঃ ১৪১ টাকা (আবেদনের ফি ১০০ টাকা+ প্রসেসিং ফি ৪১ টাকা)।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ ৪১ টাকা দিতে হবে।

ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.wcr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। RRC WCR Apprentice Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন