আন্তর্জাতিক
- বাংলাদেশজুড়ে চলছে চরম নৈরাজ্য। শুধু এদিনই অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে। দেশের সর্বত্র আওয়ামি লিগের পার্টি অফিস ও নেতা-নেত্রীদের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটছে। শাসকদলের নেতাদের হত্যা করে তাদের দেহ রাস্তার মোড়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। অশান্ত বাংলাদেশে গত কয়েক দিনে খুন হয়েছেন ১৩০ জন পুলিশ কর্মী। গোটা দেশে কোথাও পুলিশ কর্মীদের দেখা যাচ্ছে না। এদিকে যেখানে সেখানে শুরু হয়েছে লুটপাট। বাংলাদেশের অসংখ্য জায়গায় ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি। ২৯টি জেলায় সংখ্যালঘুদের বাড়ি, দোকান ও মন্দিরে হামলা চালানো হয়েছে। সাতক্ষীরায় একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। যশোরে শাসকদলের একজন নেতার একটি পাঁচ তারা হোটেল জাবিন ইন্টারন্যাশনালে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে ২৪ জনকে। এদিকে ঢাকা থেকে পালিয়ে ভারতের আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। শেখ হাসিনার বোন শেখ রেহানা ব্রিটেনের নাগরিক এবং তিনি পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গেই রয়েছেন। কিন্তু ব্রিটেনের শাসক দল লেবার পার্টি সেই আবেদন খারিজ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রত্যাশিতভাবেই আইনসভা ভেঙে দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন। এদিন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান, আন্দোলনকারীদের প্রতিনিধি এবং অধ্যাপক প্রতিনিধিদের এক বৈঠকে একটি অন্তবর্তী সরকার গঠন করার সিদ্ধান্ত হয়েছে। এই সরকারের শীর্ষে থাকবেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। এদিকে হাসিনা সরকারের পতনের পরই কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া।
জাতীয়
- বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক হল দিল্লিতে।
- ফৌজদারি বা দেওয়ানি মামলায় সরকারি আধিকারিকদের হাইকোর্টে সশরীরে হাজিরা দেওয়া বা সাক্ষ্য দেওয়া বাধ্যতামূলক নয় বলে একটি মামলায় উল্লেখ করল কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি আমলা, চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ এবং পুলিশরা সাক্ষ্য দিতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে। এজন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তে।
খেলা
- প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিকের ফাইনালে উঠলেন ভিনেস ফোগট। ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন কিউবার গুজম্যানকে। পুরুষদের হকির সেমিফাইনালে জার্মানির কাছে ২-৩ ব্যবধানে হেরে গেল ভারত। অন্যদিকে ৮৯.৩৪ মিটার জ্যাভলিন ছুঁড়ে ফাইনালে উঠলেন নীরজ চোপড়া।
বিবিধ
- আধার এক ধরনের পরিচয় পত্র কিন্তু তা নাগরিকত্বের কোন প্রামাণ্য নথি নয়। একটি জনস্বার্থ মামলার পর্যবেক্ষণে এই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।