কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ অগস্ট ২০২৪

82
0
Current Affairs 14th August

আন্তর্জাতিক
  • রাজনৈতিক অস্থিরতা দেখা দিল দক্ষিণ-পূর্ব এশিয়ার আরো একটি দেশে। এবার থাইল্যান্ডে খোদ প্রধানমন্ত্রীকে পদচ্যুত করলো আদালত। সাংবিধানিক আদালতের নির্দেশে সরিয়ে দেওয়া হল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে। এক সপ্তাহ আগেই সেদেশের মুভ ফরওয়ার্ড পার্টি ভেঙে দেওয়ার পাশাপাশি দলের নেতৃত্বকেও রাজনীতি থেকে ১০ বছরের জন্য বহিষ্কার করেছিল আদালত। তার পরেই এই পদক্ষেপ। এর ফলে সেদেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হল।
  • বাংলাদেশের রাজশাহীতে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী ফিল্ম সোসাইটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বরেন্দ্র ফিল্ম সোসাইটির সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করলেন। রাজশাহীর মিয়াপাড়ায় প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সময় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে এই পদক্ষেপ নিলেন তাঁরা। এই আন্দোলনের সঙ্গে ঋত্বিক ঘটকের কোন সংস্রব না থাকলেও পরিস্থিতির সুযোগ নিয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে মনে করছে অভিজ্ঞ মহল।
 জাতীয়
  • জম্মু ও কাশ্মীরে দোডা জেলায় পাটনি টপ এলাকায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাপ্টেন দীপক সিং। এই সংঘর্ষের ঘটনায় চার জন জঙ্গিও নিহত হয়েছে। এদিন পাটনিটপের আসর এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে নেমেছিল নিরাপত্তা বাহিনী।
খেলা
  • প্যারিস অলিম্পিকে বিনেশ ফোগট পদক পাচ্ছেন না। এদিন এক বিবৃতিতে ভারতীয় মহিলা কুস্তিগিরের আবেদন খারিজ করে দেওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (ক্যাস)। বিনেশ ফোগট গত ৭ অগস্ট ওই আবেদন করেছিলেন। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি ফাইনালে অংশ নিতে পারেননি। ভারতীয় অলিম্পিক সংস্থা এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছে।
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২’এর মূলপর্বে খেলার সুযোগ হারানো ইস্টবেঙ্গল। এদিন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তুর্কমেনিস্তানের আলতেন আসের এফসি’র কাছে ৩-২ গোলে হেরে গেল তারা।
বিবিধ
  • গত জুলাই মাসে দেশে পাইকারি মূল্যবৃদ্ধির হার ২.০৪ শতাংশে নেমেছে। এই হার গত তিন মাসে সর্বনিম্ন। গত জুন মাসে তা ছিল ৩.৩৬% যা ১৬ মাসের মধ্যে ছিল সর্বোচ্চ। কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে।
  • কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে ১১তম কন্যাশ্রী দিবস পালন করা হলো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। রাজ্যস্তরের এই অনুষ্ঠানে কৃতী কন্যাশ্রীদের সংবর্ধিত করা হয় এই অনুষ্ঠান থেকে।