আন্তর্জাতিক
- হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে লেবাননে মাঝেমধ্যেই আকাশপথে হামলা চালায় ইজরায়েল। এবার দক্ষিণ লেবাননে তাদের আকাশপথে হামলায় নয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক মহিলা ও তাঁর দুই নাবালক সন্তান রয়েছেন বলে জানা গেছে।
- ধুন্ধুমার কান্ড ঘটে গেল তুরস্কের সংসদে। সংসদের অধিবেশন চলার সময় শাসক দলের সঙ্গে বিরোধীদের হাতাহাতি এক ভয়ঙ্কর সংঘর্ষের পর জায়গায় পৌঁছয়। শাসক জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সঙ্গে বিরোধীদল ওয়ার্কার্স পার্টি অফ তুরস্কের সাংসদদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। জখম হয়েছেন দুজন সাংসদ।
জাতীয়
- কলকাতার আরজিকর মেডিকেল কলেজে এক স্নাতকোত্তর ছাত্রীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে গোটা দেশের সরকারি হাসপাতাল গুলিতে কর্মবিরতি পালন করলেন চিকিৎসকরা। অনেক fক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলির চিকিৎসকরাও এই কর্ম বিরতিতে অংশ নিলেন।
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে সাড়া দিয়ে তৃতীয় ‘ভয়েজ অব গ্লোবাল সামিট’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মহম্মদ ইউনূস।
- জমি বন্টন মামলায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার অনুমোদন দিলেন সে রাজ্যের রাজ্যপাল থাওরচাঁদ গেহলট।
খেলা
- পদক জিতে দেশে ফিরে প্রায়শই অনুরাগীদের সংবর্ধনায় ভেসে যান ক্রীড়াবিদরা এবার অন্যরকম একটি ঘটনার সাক্ষী থাকল নয়া দিল্লি। এদিন প্যারিস থেকে ফিরলেন বিনেস ফোগট। সেখানে ৫০ কেজি বিভাগে তিনি ফাইনালে উঠেছিলেন। কিন্তু ফাইনালের দিন ওজন ১০০ গ্রাম বেশি থাকায় তাঁকে খেলতে দেওয়া হয়নি। এবং কাঙ্ক্ষিত পদকও দেওয়া হয়নি। এই ঘটনার পরও অসংখ্য মানুষ যে তাঁর পাশে রয়েছেন সেটাই প্রমাণিত হলো বিমানবন্দরে অগণিত মানুষের ভিড় থেকে।
বিবিধ
- উন্নত প্রযুক্তি ব্যবহার করে জীব বৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে ‘সেন্টার ফর ওয়াইল্ডলাইফ ফরেনসিক অ্যান্ড কনজারভেশন জিনোমিকস’ চালু হল কলকাতায় ভারতের প্রাণী পুরাতত্ত্ব সর্বেক্ষণের সদর দপ্তরে।