কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ অগস্ট ২০২৪

92
0
Current Affairs 19th August

আন্তর্জাতিক
  • পোল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও পোল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশে আমন্ত্রণ জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ৪৫ বছর পর সেখানে যাচ্ছেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) তন্ময় লাল এক বিবৃতিতে একথা জানিয়েছেন। এই সফরে পোল্যান্ডের পর ইউক্রেনেও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর এই প্রথম তিনি ইউক্রেন সফরে যাচ্ছেন।
  • বাংলাদেশে এখনই কোন সাধারণ নির্বাচন সম্ভব নয় বলে ইঙ্গিত দিলেন সে দেশের অন্তর্ভুক্তি সরকারের প্রধান মহম্মদ ইউনূস। এদিকে ঢাকা হাইকোর্টের বিচারপতি কে এম আসাদুজ্জামানের এজলাসে এদিন একটি রিট পিটিশনটি দাখিল করেন বাংলাদেশের মানবাধিকার সংস্থা সারদা সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। বাংলাদেশে বিগত দু মাসে প্রায় 450 জন মানুষের বিভিন্ন হিংসাত্মক ঘটনায় মৃত্যুর পরিস্থিতিতে শেখ হাসিনার দল আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিতে ওই রিট পিটিশন দাখিল করা হল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কমপক্ষে তিনবছর করার আর্জিও জানানো হয়েছে পিটিশনে। হাসিনার নামাঙ্কিত বাংলাদেশের বিভিন্ন সরকারি নির্মাণ, ভবন ও বিশ্ববিদ্যালয়-কলেজের নয়া নামকরণের দাবিও জানানো হয়েছে।
 জাতীয়
  • আর জি কর মেডিকেল কলেজে স্নাতকোত্তর ছাত্রীর পাশবিক হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ-বিদেশে প্রতিবাদী আন্দোলন অব্যাহত রয়েছে। এরাজ্যে জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি দশম দিনে পড়ল।
  • জমি বণ্টন দুর্নীতির মামলায় সাময়িক স্বস্তি পেলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। আগামী ২৯ আগস্ট পর্যন্ত নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না বলে নির্দেশ দিল কর্ণাটক হাইকোর্ট। সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে মাইসুরু আর্বান ডেভেলপমেন্ট অথরিটি (মুডা) জমি কেলেঙ্কারি সংক্রান্ত তদন্ত শুরুর জন্য অনুমতি দিয়েছিলেন কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। তাকে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন সিদ্ধারামাইয়া।
খেলা
  • লন্ডনে আয়োজিত মহিলাদের হান্ড্রেড ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে ওয়েলস ফায়ার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো লন্ডন স্পিরিট। এই প্রতিযোগিতা খেলা হচ্ছে ১০০ বলে। প্রথমে ব্যাট করে ওয়েলস তুলেছিল ১১৫ রান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো লন্ডন স্পিরিটকে জিততে সাহায্য করেছেন বাংলার দীপ্তি শর্মা। তিনি ওভার বাউন্ডারি মেরে দলকে জেতান।
বিবিধ
  • এবার ফিলিপিনসেও ধরা পড়লো মাংকি পক্সের সংক্রমণ। প্রসঙ্গত কঙ্গোয় প্রবল ভাবে ছড়িয়ে পড়েছে এই রোগের সংক্রমণ। ইউরোপ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও ধরা পড়েছে এই রোগের উপস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগ বিষয়ে সাবধান থাকার জন্য আগেই হুঁশিয়ারি জারি করেছে।