কারেন্ট অ্যাফেয়ার্স ১০ সেপ্টেম্বর ২০২৪

55
0
Current Affairs 10th September

আন্তর্জাতিক
  • আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক মহিলা। ১৯৭০ সালে সালের ঘটনা এটি। ওই মহিলার অভিযোগ বিমানে তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ করেছিলেন ট্রাম্প।
  • ফের গাজা ভূখণ্ডে হামলা চালিয়েছে ইজরায়েল । শরণার্থী শিবিরে মারা গিয়েছেন ৪০ জন নাগরিক।
দেশ
  • সাইবার অপরাধ রুখতে বিশেষ কমান্ডো বাহিনী গড়া হবে । দেশে যত ডিজিটাল লেনদেন বাড়ছে তত বাড়ছে সাইবার অপরাধ। সবর্স্বান্ত হচ্ছেন মানুষ। এই অপরাধ চক্র ভাঙতে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করতে আগামী পাঁচ বছরে পাঁচ হাজার সাইবার কমান্ডোর একটি দল গড়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • আরজি কর কাণ্ডের এক মাস পূর্তি হল।  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডাক্তারি ছাত্রদের কাজে ফেরার নির্দেশ দিলেও ডাক্তারি ছাত্ররা তাঁদের আন্দোলন তুলে নেয়নি। রাজ্যের প্রশাসন নবান্ন থেকে ইমেল মারফত ছাত্রদের আলোচনায় বসার আহ্বান জানান। কিন্তু সেই আহ্বানেও তাঁরা সাড়া না দিয়ে নিজেদের আন্দোলনে অনড় ।
  •  পকসো আইনের আওতায় দ্রুত বিচারের লক্ষ্যে সুনির্দষ্ট বিশেষ আদালত তৈরির প্রস্তাবে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপনের আর্জি জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • এক সপ্তাহের বেশি সময় বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলার পর মণিপুর রাজ্যের তিনটি জেলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার। পাশাপাশি গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তনের’ কারণে মঙ্গলবার সকাল ১১টা থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের বাড়ি থেকে বেশি দূরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খেলা
  • চলে গেলেন বাংলার টেবল টেনিসের দ্রোণাচার্য কোচ পুশিলাল। বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরেই তিনি কিডনির অসুখে ভুগছিলেন। তাঁর প্রয়াণে শোকার্ত টিটি মহল।
  •  বৃষ্টির কারণে হল না নয়ডার বিজয় সিং পাঠক স্পোর্টস আফগান-নিউ জিল্যান্ড টেস্ট ।
বিবিধ
  • আমেরিকার আবিষ্কর্তা ক্রিস্টোফার কলম্বাস নন, এক ভারতীয় নাবিক—এ দাবি করেছেন ভারতের মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। রাজ্যের বরকতুল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে  মঙ্গলবার এ দাবি করেন তিনি। শুধু তা–ই নয়, তিনি বলেছেন, ভাস্কো দা গামা ভারতে আসার সমুদ্রপথও আবিষ্কার করেননি। সেটা করেছিলেন গুজরাটের একজন ব্যবসায়ী। তাঁর নাম ছিল চন্দন। চন্দনের জাহাজ ছিল ভাস্কো দা গামার চেয়েও বড়। চন্দনের জাহাজ অনুসরণ করেই ভারতে এসেছিলেন ভাস্কো দা গামা। অথচ ইতিহাস লেখা হল তাঁকে নিয়েই।
  • রোবট নিয়ন্ত্রণের নতুন একটি পন্থা উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এ পদ্ধতিতে মাইসেলিয়াম ব্যবহার করে দুটি রোবট পরিচালনা করেছেন তাঁরা। মাইসেলিয়াম হলো ছত্রাকের একটি নেটওয়ার্ক, যা মাশরুমের শিকড়ের সঙ্গে যুক্ত থাকে।
  • ছত্রাক দিয়ে নিয়ন্ত্রণ করা ওই রোবট দুটি সংকেত পেয়ে হাঁটে এবং গড়িয়ে চলে।