কারেন্ট অ্যাফেয়ার্স ১১ সেপ্টেম্বর ২০২৪

62
0
Current Affairs 11th September

আন্তর্জাতিক
  • মুখোমুখি দুই যুযুধান। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম বনাম বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হারিসের অনুষ্ঠিত প্রথম বিতর্ক সভা বিশ্বের নজর কেড়েছে।
  • যুদ্ধের কারণে ইজরায়েলে দক্ষ কর্মীর অভাব। সেই কারণে ভারত থেকে ১০ হাজার নির্মাণ কর্মী ও স্বাস্থ্য বিভাগের জন্যে ৫ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে ইজরায়েল। সে দেশের পপুলেশন, ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার অথরিটি নির্দিষ্ট করে জানিয়েছে মহারাষ্ট্রে এর নিয়োগ প্রক্রিয়া হবে।
  • বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা ইউনূস জানিয়েছেন দেশে তিনি নানা সংস্কার আনবেন। কিন্তু তাঁর ওপর হতাশ দেশের একটা অংশ। আইনশৃঙ্খলা নিয়্ন্ত্রণ, মানবাধিকার রক্ষা থেকে দ্রব্যমূল্যে রাশ টানা, জনজীবনে শান্তি ও সংবাদমাধ্যমের গলা টিপে ধরা হয়েছে বলে বলা হচ্ছে। ফলে কেউই প্রকৃত খবর প্রকাশ করতে পারছে না। দেশবাসী কোনো আশার আলো দেখছে না বলে এক বিশিষ্ট সূত্র ক্ষোভ প্রকাশ করেছে। বিশেষ করে ঢাকার বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যর্থ অভিযোগ তুলছে বিরোধী আওয়ামী লিগ পন্থীরা।
  • ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির আঘাত এবং এর প্রভাবে হওয়া ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যায় ভিয়েতনামে অন্তত ১৮৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ আছেন ৫৪ জন।
দেশ
  • ৩৪ দিন ধরে চলা পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে।  মুখ্যসচিবের আহ্বানেও কোনো সুরাহা হয়নি।
খেলা
  • এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় পুরুষ হকি দল মালয়েশিয়াকে আট গোলে হারিয়ে শেষ চারে ভারত।
  • কুস্তিগির বজরং পুনিয়ার দায়ের করা আবেদনের ভিত্তিতে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সিকে (নাডা) নোটিস দিল দিল্লি হাইকোর্ট। আগামী অক্টোবরে রয়েছে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ। তার আগে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশের আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বজরং।
  • ছেলেদের মতো এ বার মেয়েদেরও অনূর্ধ্ব এশিয়া কাপ শুরু হবে। এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে এশীয় ক্রিকেট কাউন্সিল। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে।
বিবিধ
  • আর জি কর কাণ্ডের পর সারা দেশে রেলে একলা মহিলা যাত্রীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
  • বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমেছে।