কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ সেপ্টেম্বর ২০২৪

121
0
Current Affairs 15th September

আন্তর্জাতিক
  • কিয়েভে অনুষ্ঠিত চতুর্থ স্পাউসেস অফ লিডারস সামিটে এই বার্তা দিয়ে  প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়র কথা জানিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট এমিন এরদোগান উদ্বেগ প্রকাশ করেছেন। ইউক্রেন, সিরিয়া, গাজা সহ বিশ্বের যে সমস্ত দেশে যুদ্ধের কারণে অসংখ্য শিশু মারা যাচ্ছে এবং চরম দুর্দশার সম্মুখীন। এই সব শিশুদের দুর্দশার কথা তুলে তিনি বলেছেন, বিশ্ব এই শিশুদের লড়াই বা মারা যাওয়র জন্য ভবিষ্যতের কাছে ঋণী হয়ে থাকবে। তিনি আরও বলেছেন, যেখানে যুদ্ধের কারণে প্রতি দশ মিনিট কোনো-না-কোনো শিশু মারা যাচ্ছে। দশ জনের নয়জন ক্ষুধার্ত ও একটু জলের জন্য হাহাকার করছে।
  •  আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং আসন্ন ভোটের লড়াইয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে আবার গুলি করে হত্যার চেষ্টা করা হয়।  অন্য দিকে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট রূপে নির্বাচিত হলে ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতি থেকে আসা অভিবাসীদের বিতাড়িত করার আগাম হুঁশিয়ারি দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
দেশ
  •  ‘মহিলা বিচারপতিদের অনেক বেশি দৃঢ়চেতা হতে হয়’। বললেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হিমা কোহলি। তাঁর মতে সংসার সামলে মহিলাদের কাজ করা একটি বড় চ্যালেঞ্জ, সেখানেও বৈষম্য। মহিলাদের অধিকাংশ ক্ষেত্রেই পারিবারিক আদালত, শিশুকল্যাণের মতো বিচারের দায়িত্ব দেওয়া হয়। এক সময় মেয়েদের আইনজীবী হওয়ার সিদ্ধান্তই ছিল কঠিন।
  • জামিনে মুক্তির পর দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিলেন অরবিন্দ কেজরিওয়াল। পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় ৬ মাস জেলে ছিলেন তিনি। শীর্ষ আদালতের নির্দেশে দুদিন আগে তিহাড় থেকে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। জেলমুক্তির দু’দিনের মধ্যেই এ বার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
  • আর জি কর কাণ্ডের প্রতিবাদ অচলাবস্থা এখনও কাটেনি। চিকিৎসক তরুণীর মৃত্যুতে তথ্য লোপাট খুন ও ধর্ষণের ঘটনায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই।
খেলা
  • এক বিশেষ অনুষ্ঠানে কলকাতায় এসে ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এবং কর্নেল হিসেবে পরিচিত দিলীপ বেঙ্গসরকার। তিনি আশা করেছেন আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ভারত জয়ী হবে। গত দুটি সিরিজে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ছিল।
  •  অর্থসংকটের জন্য সম্ভবত পাকিস্তান মহিলা ক্রিকেটারদের দৈনিক ভাতা বন্ধ করল। আসন্ন ঘরের মাঠে পাক মহিলা দল টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
বিবিধ
  • কেরলে আবার ছড়াল নিপা ভাইরাসের আতঙ্ক। নিপা ভাইরাসের হানায় দ্বিতীয় মৃত্যু দেখল কেরল। মল্লপ্পুরমে নিপা-সংক্রমণে মৃত্যু হল ২৪ বছর বয়সি এক যুবকের। রবিবার পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি) এই মৃত্যুর খবরটি সুনিশ্চিত করেছে। বেশ কিছু দিন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর তাঁর মৃত্যু হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর।