কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ সেপ্টেম্বর ২০২৪

26
0
Current Affairs 28th September

আন্তর্জাতিক
  • ইজরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের হামলায় মারা গেলেন হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লা (৬৪)।
দেশ
  • অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্টের ঘোষিত নির্বাচনী বণ্ড সংগ্রহের অপরাধে নাম জড়াল নির্মলা সীতা রমনের। বেঙ্গালুরুর বিশেষ জনপ্রতিনিধি কোর্টের নির্দেশে দায়ের হয়েছৈ এফ আই আর।
  • আর জি কর কাণ্ডের বিচার চেয়ে জুনিয়র ডাক্তার ফের প্রতিবাদে ।
  • বন্যা বৃষ্টিতে এ বার বিপর্যস্ত উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চল।
খেলা
  • বৃষ্টিতে কানপুরে  ভেস্তে গেল বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের খেলা।
  • আইপি এলে প্রতি খেলোয়াড় লিগের প্রতি ম্যাচে বাড়তি সাড়ে সাত লক্ষ টাকা করে পাবেন।অর্থাৎ কেউ যদি খেলেন তা হলে চুক্তির বাইরে পাইবেন ১.০৫ পাঁচ কোটি টাকা।
বিবিধ
  • লন্ডনের রয়্যাল এশিয়াটিক সোসাইটির সাম্মানিক ফেলো হলেন ইতিহাসবিদ সুরঞ্জন দাস ভারতীয় উপমহাদেশের ইতিহাসে চর্চা ও তার তত্ত্ব রচনায় বিশেষ ভূমিকার জন্যই এই সম্মান। তিনি বর্তমানে তিনি অ্যাডামাস ইউনিভার্সিটির উপাচার্য।