ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে নিয়োগ

268
0
ITBP Recruitment 2024

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে  ৫২৬টি শূন্যপদে সাব-ইনস্পেক্টর, হেড কনস্টেবল ও কনস্টেবল নিয়োগ করা হবে। ITBP Recruitment 2024

অনলাইন আবেদন করা যাবে ১৫ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

শূন্যপদঃ সাব-ইনস্পেক্টর (টেলিকমিউনিকেশন)- ৯২ (পুরুষ ৭৮, মহিলা ১৪)।

হেড কনস্টেবল (টেলিকমিউনিকেশন)- ৩৮৩ (পুরুষ ৩২৫, মহিলা ৫৮)। কনস্টেবল (টেলিকমিউনিকেশন)- ৫১ (পুরুষ ৪৪, মহিলা ৭)।

বয়সঃ সাব-ইনস্পেক্টর পদে বয়স হতে হবে ২০-২৫ বছরের মধ্যে। হেড কনস্টেবল পদে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে

এবং কনস্টেবল পদে বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনঃ সাব-ইনস্পেক্টর পদে লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০ টাকা,

হেড কনস্টেবল পদে লেভেল ৪ অনুযায়ী বেতন ২৫৫০০ টাকা

এবং কনস্টেবল পদে লেভেল ৩ অনুযায়ী বেতন ২১৭০০ টাকা।

ব্যাঙ্কে কর্মখালি

আবেদনের ফিঃ সাবইনস্পেক্টর পদে আবেদনের ফি ২০০ টাকা এবং হেড কনস্টেবল ও কনস্টেবল পদের ক্ষেত্রে আবেদনের ফি ১০০ টাকা।

তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

এয়ারপোর্টস অথরিটিতে অ্যাপ্রেন্টিস

আবেদনের পদ্ধতিঃ https://recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৫ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। ITBP Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন