গার্ডেনরিচ শিপবিল্ডার্সে অ্যাপ্রেন্টিস

234
0
GRSE Recruitment 2024

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেডে ২৩০টি শূন্যপদে ট্রেড অ্যাপ্রেন্টিস, GRSE Recruitment 2024

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

যে সমস্ত ডিসিপ্লিনে ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে সেগুলি হল- ফিটার, ওয়েল্ডার (জিঅ্যান্ডই), ইলেক্ট্রিশয়ান, মেশিনিস্ট,

পাইপ ফিটার, কার্পেন্টার, ড্রাফটসম্যান (মেকানিক্যাল), প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রনিক মেকানিক,

সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স,

মেকানিক রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং।

যে সমস্ত ট্রেডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে সেগুলি হল- মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, সিভিল।

যে সমস্ত ট্রেডে টেকনিশিয়ান নেওয়া হবে সেগুলি হল- মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিনক্স অ্যান্ড টেলকমিউনিকেশন, সিভিল।

স্টাইপেন্ডঃ ট্রেড অ্যাপ্রেন্টিস (ফ্রেশার) প্রতি মাসে ৬০০০ টাকা, ট্রেড অ্যাপ্রেন্টিস (এক্স আইটিআই) স্টাইপেন্ড প্রতি মাসে ৭০০০ টাকা।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস কলকাতায় প্রতি মাসে ১৫০০০ টাকা

এবং রাঁচিতে ১২৫০০ টাকা। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস কলকাতায় ১০০০০ টাকা এবং রাঁচিতে ৯০০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ www.grse.in অথবা https://jobapply.in/grse2024app পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৭ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। GRSE Recruitment 2024

 

বিশ্বভারতীতে শিক্ষক নিয়োগ

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে নিয়োগ

এয়ারপোর্ট অথরিটিতে অ্যাপ্রেন্টিস