কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ অক্টোবর ২০২৪

77
0
Current Affairs 28th October

আন্তর্জাতিক
  • বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মিথ্যা ভাষণ দেওয়া হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এক জামায়েতি নেতা বলেছেন, ‘গত ৫৩ বছরে সংখ্যালঘুদের ওপর অনেক অত্যাচার হয়েছে। এই প্রথম মহম্মদ ইউনুস সরকার বিচারের ব্যবস্থা করেছে। দুর্গাপুজোয় ছুটির দিন ঠিক হয়েছে। সংখ্যালঘু নিধন কমেছে।‘  অন্য দিকে আওয়ামী লীগ পন্থী নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানাচ্ছেন, এ বারে বাংলাদেশে দু’ থেকে তিন হাজার মতো পুজো কম হয়েছে। নিরাপত্তা থাকার আশঙ্কায়। রাজনৈতিক চাপানো উতোরে বাংলাদেশ বর্তমানে এক নাভিশ্বাস অবস্থা। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে।
  • ইজরায়েল শুধু বোমাবর্ষণ করেই চুপ থাকেনি। উত্তর গাজায় যাতে কোনো ভাবেই খাবার না পৌঁছতে পারে সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। খাবারের জন্যে হাহাকার চলছে সেখানে। বিভিন্ন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন তো বটেই এই ঘটনার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জও।
দেশ
  • এ বছর শিক্ষক নিয়োগের প্রথম ধাপ হিসেবে পরিচিত টেট (টিচার এলিজিবিটি টেস্ট) পরীক্ষা হচ্ছে না । প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রধান গৌতম পাল জানিয়েছে, আইনগত কিছু সমস্যার কারণে এই পরীক্ষা এ বছর হচ্ছে না। উল্লেখ্য, গত ২০২২ সালে টেস্ট হয়েছিল কিন্তু তারও ফল বেরোয়নি। ২০২২ ও ২০২৩ সালে টেট পরীক্ষা হয়েছিল। এ বছর তাও হচ্ছে না। ২০২৫ সালে পরীক্ষা হওয়ার আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি। এ নিয়ে চাকরি প্রার্থীদের মনে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, টেট প্রতি বছরই হচ্ছে, কিন্তু এ বছর একটু পিছোল। তাঁর বক্তব্য, ২০২৩ সালের হওয়া পরীক্ষার ফল প্রকাশের কিছু আইনি জটিলতা রয়েছে তাই এ বছর বন্ধ রাখা হল।
  • জম্মু ও কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণ রেখা সংলঘ্ন এলাকায় জঙ্গিরা সোমবার হামলা চালায়। ওই হামলার পরে জঙ্গি দমনে নামে প্রশাসন। তিন জন জঙ্গির মৃত্যু হয়। এই জঙ্গিহানা প্রসঙ্গে ফারুক আবদুল্লা বলেছেন, ‘পাকিস্তান মুর্খের স্বর্গে বাস করছে।‘  কাশ্মীরে পর পর জঙ্গি হানায় ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়েছেন ফারুক।
খেলা
  • পাকিস্তানের কোচ আর থাকছেন না, গ্যারি কার্স্টেন। অন্য দিকে ফুটবলের ম্যান ইউ এর কোচচ এর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল টেন হ্যাগকে।
বিবিধ
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণিতত্ত্ব বিভাগের গবেষক ও কয়েকজন শিক্ষক সম্প্রতি এক গবেষণায় তুলে ধরেছেন শহরের মৌমাছিদের নানা তথ্য। যেখানে বলা হচ্ছে শহরতলির থেকে কলকাতা ও তার সন্নিহিত অঞ্চলে থাকা মৌমাছিদে্র বৈচিত্রের ফারাক অনেক।গবেষক পার্থিব বসু ও তাঁর সহযোগীরা দেখিয়েছেন। তিনি জানিয়েছেন বিশ্বে ২০ হাজার প্রজাতির মৌমাছি রয়েছে। ভারতে ৮০০ প্রজাতির মধ্যে ৩-৪টি দলবদ্ধ ভাবে থাকে। শহরে বাযুদূষণ বেশি থাকলেও মৌমাছিরা কম ক্ষতিগ্রস্ত।
  • কেরলে নীলেশ্বরমের কাছে এক বাজির গুদামে বিধ্বংসী আগুন লাগে। আগুন লেগে আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে একটি বাজির গুদামের কাছে বাজি প্রদর্শনের সময় হঠাৎ আগুন লেগে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। রাতের বেলায় এ ঘটনায় অনেকেই আচমকা স্তম্ভিত হয়ে পড়েন।
  • সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, বয়স্কদের মধ্যে বিবাদের শিকার হচ্ছেন তাদের নাবালক শিশুরা। এমনকী শিশু নির্যাতনের বড় ধরনের ঘটনা ঘটে তাদের বাড়িতেই।  এ বিষয়ে শুধুমাত্র কোচবিহারেই ১৫-২০টি অত্যাচারের ঘটনার কথা থানায় নথিভুক্ত হয়। চলতি বছরে এ পর্যন্ত পূর্ব বর্ধমানে পকসো আইনের মামলা জমা পড়েছে ১১৫টি। মুর্শিদাবাদে ১৫২টি। সচেতনতা সত্ত্বেও শিশু নির্যাতন কেন বেড়েই চলেছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
  • বিশ্বের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা দখল করল কলকাতা। ট্র্যাভেল প্লাস লেজারের সমীক্ষায় বিশ্বের সেরা ২৫টি শহরের মধ্যে ১৯তম স্থানে রয়েছে এই শহর।