ভারত ডায়ানামিক্স অ্যাপ্রেন্টিস

47
0
BDL Apprentice Recruitment 2024

ভারত ডায়ানামিক্স লিমিটেডে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। BDL Apprentice Recruitment 2024

ট্রেড অনুযায়ী শূন্যপদঃ ফিটার ৩৫, ইলেক্ট্রিনক্স মেকানিক ২২, মেশিনিস্ট (সি) ৮, মেশিনিস্ট (জি) ৪,

ওয়েল্ডার ৫, মেকানিক ডিজেল ২, ইলেক্ট্রিশিয়ান ৭, টার্নার ৮, সিওপিএ ২০,

প্লাম্বার ১, কার্পেন্টার ১, আরঅ্যান্ডএসি ২, এলএসিপি ২।

যোগ্যতাঃ দশম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

বিএসএনএলে কর্মী নিয়োগ

বয়সঃ ৩১ অক্টোবর ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৪-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে ১১ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য http://bdl-india.in ওয়েবসাইট থেকে জানা যাবে। BDL Apprentice Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন