এয়ারপোর্টস অথরিটিতে কর্মী নিয়োগ

267
0
AAI Recruitment 2024

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। AAI Recruitment 2024

অনলাইন আবেদন করা যাবে ২০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে।

উত্তর-পূর্বাঞ্চলের যে সমস্ত জায়গায় নেওয়া হবে সেগুলি হল- আসাম, আগরতলা, ইম্ফল, শিলং, ডিমাপুর, তেজু, লেংপুই, হলঙ্গি।

যে সমস্ত ডিসিপ্লিনে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে সেগুলি হল- সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক/আইটি/কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং,

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিটার (আইটিআই), মেকানিক (মোটর ভিকল), ড্রাফটসম্যান (সিভিল), ইলেক্ট্রিশিয়ান।

স্টাইপেন্ডঃ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড ১৫০০০ টাকা,

টেকনিক্যাল (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড প্রতি মাসে ১২০০০ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের (আইটিআই) স্টাইপেন্ড প্রতি মাসে ৯০০০ টাকা।

ল্যাব টেকনিশিয়ান নিয়োগ

যোগ্যতাঃ গ্র্যাজুয়েট/ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসঃ উল্লেখিত ডিসিপ্লিনে চার বছরের পূর্ণ সময়ের ডিগ্রি অথবা তিন বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

আইটিআই ট্রেডঃ এইআইসিটিই, জিওআই স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই/ এনসিভিটি পাশ। ২০২১ সাল বা তার পরে যারা পাশ করেছে তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে।

বিএসএনএলে কর্মী নিয়োগ

বয়সঃ ২০ নভেম্বর ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ওয়েব ডিজাইনিং কোর্সে ভর্তি

আবেদনের পদ্ধতিঃ www.apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। AAI Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

ভারত ডায়ানামিক্সে অ্যাপ্রেন্টিস