কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ অক্টোবর ২০২৪

20
0
Current Affairs 31st October

আন্তর্জাতিক
  • তালিবান জমানায় প্রকাশ্যে মেয়েদের ওপর নানা নিষেধাজ্ঞা রয়েছে । এ বার, তালিবান সরকারের নৈতিকতা দফতরের মন্ত্রী মহম্মদ খালিদ হানিফি ঘোষণা করলেন  মেয়েদের ধর্মীয় প্রার্থনা বা কোরান পাঠের সময়ও শব্দ করে পড়া যাবে না। মহিলাদের প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ। তিনি জানান, ইসলামে মেয়েদের কণ্ঠস্বরকে ‘আওরাহ’ বা গোপনীয় মনে করা হয়। নিয়মানুসারে  তালিবানের মেয়েদের গান শোনা, গান গাওয়াও নিষেধ।
  •  ট্রাম্প না কমলা হ্যারিস। উত্তেজনার পারদে নানা পরিসংখ্যান উঠে আসছে আমেরিকার নির্বাচন ঘিরে। হাতে মাত্র কদিন।
  • বাংলাদেশে‌ পালা পরিবর্তনের আঁচে নির্বাচন দ্রুত এগিয়ে আনার প্রস্তাব দিয়েছে বিএনপি। খালেদা জিয়ার দল চায় দ্রুত নির্বাচন। অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির আবহেই ভারত থেকে সাড়ে চার কোটি ডিম আমদানি করেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার।
  • খালিস্তান পন্থী হরদীপ সিংহ হত্যার কারণে কানাডা এবার দীপাবলি উৎসব বাতিল করেছে।
দেশ
  • ২০২৫ শিক্ষাবর্ষে ২৩৩৫ টি প্রাথমিক স্কুলে প্রথম শ্রেণি অন্তর্ভুক্ত করা হবে। এর আগে ২০১৯ সালে ১৮০০০ স্কুল পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত হয়। আসঠিক হয় ২০২৯ সালের মধ্যে বাকি  ৩৩০০০ স্কুলেও তার হবে। যদিও অন্য তথ্য বলছে অধিকাংশ পঞ্চম শ্রেণি চালু হওয়া স্কুল পরিকাঠামোর অভাবে ধুঁকছে।
খেলা
  • আসন্ন বর্ডার-গাওস্কর দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ঘরের মাঠে ভারতকে হারাতে চান অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। উল্লেখ্য , শেষ দশ বছর উক্ত ট্রফি নিজেদের দখলে রেখেছে ভারত। তার মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে দু বার ভারতের সিরিজ জয়।  ৬২ টেস্ট খেলা অলরাউন্ডার কামিন্সের ইচ্ছে ভারতকে হারানোর।
বিবিধ
  • ছটপুজো  ও  গুরু নানকের জন্মদিন উপলক্ষে যথাক্রমে ৭ ও ১৫ নভেম্বর ব্যাঙ্কের ছুটি থাকবে।
  • ৭৭৩ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হল পুলিশ বিভাগে।
  • রাজ্যপাল হিসেবে দু বছর পূর্ণ করলেন সি ভি আনন্দ বোস।
  • মধ্যপ্রদেশে বান্ধব গড়ে এক সঙ্গে ৭টি হাতির মৃত্যু হয়েছে। হাতিগুলি অসুস্থ হয়ে পড়েছিল। মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে।