রাইটস লিমিটেডে কর্মী নিয়োগ

186
0
RITES Recruitment 2024

রাইটস লিমিটেডে ড্রয়িং অ্যান্ড ডিজাইন ইঞ্জিনিয়ার/এসঅ্যান্ডটি এবং সেকশন ইঞ্জিনিয়ার (সিভিল) পদে কর্মী নিয়োগ করা হবে। RITES Recruitment 2024

যোগ্যতাঃ ড্রয়িং অ্যান্ড ডিজাইন ইঞ্জিনিয়ার/ এসঅ্যান্ডটিঃ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/

ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা। রেলওয়ে সিগনালিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সেকশন ইঞ্জিনিয়ার/ সিভিলঃ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা। রেলওয়ে সিগনালিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতিঃ www.rites.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১১ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানাঃ RITES Limited, Shikhar, Plot 1, Leisure Valley,

Near IFFCO Chowk Metro Station, Sector 29, Gurugram, 122001, Haryana.

ইন্টারভিউ হবে ১১ নভেম্বর ২০২৪ তারিখ, ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। RITES Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ

ব্যাঙ্কে স্নাতক যোগ্যতায় কর্মী নিয়োগ

এয়ারপোর্ট অথরিটিতে কর্মী নিয়োগ