লাদাখে চালু দেশের প্রথম অ্যানালগ স্পেস মিশন

99
0
Analogue Space Mission

দেশের প্রথম অ্যানালগ স্পেস মিশন লে-লাদাখে চালু করল ইন্ডিয়ান স্পেস অব রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। Analogue Space Mission

ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এটি একটি স্মরণীয় এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

মহাকাশচারীদের নানা চ্যালেঞ্জের মোকাবিলায় সাহায্য করবে এই মিশন। মহাকাশ অভিযানে যাওয়ার আগে পৃথিবীতেই যাতে মহাকাশের মতো কঠিন তথা প্রতিকূল পরিস্থিতি খুঁজে সেখানে মহাকাশচারীদের থাকার

এবং গবেষণা চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে এই মিশনে। অ্যানালগ স্পেস মিশনে যাঁরা অংশগ্রহণ করবেন তাঁদের ন্য গ্রহে প্রাণ অন্বেষণ করার বিবিধ কৌশল সম্পর্কেও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

পাশাপাশি নতুন কোনও গ্রহের পরিবেশ বোঝা, মানব-বর্জিত কোনও জায়গায় দীর্ঘ সময় থেকে গবেষণা চালানোর মতো মানসিক শক্তি আহরণেরও অভিজ্ঞতা পাওয়া যাবে। Analogue Space Mission

 

নর্থইস্ট ফ্রন্টায়ার রেলে অ্যাপ্রেন্টিস

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ