কারেন্ট অ্যাফেয়ার্স ৫ নভেম্বর ২০২৪

35
0
Current Affairs 5th November

আন্তর্জাতিক
  • সারা বিশ্বের চোখ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। জানা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে প্রতিযোগিতা তুঙ্গে থাকলেও পাল্লা ভারী ট্রাম্পের। পাশাপাশি ৩৩ জন সিনেটরের ভাগ্যও নির্ধারিত হবে। এর মধ্যে, বে ডেলাওয়্যার রাজ্য থেকে সারাহ ম্যাকব্রাইড বিপুল ভোটে জয়ী হয়ে কংগ্রেসে নির্বাচিত হওয়ার পথে। আমেরিকার ইতিহাসে যে নামটি আজ বিখ্যাত হয়ে উঠেছে, তিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রথম রূপান্তরকামী সদস্য। তাঁর এ জয় একটি ঐতিহাসিক মুহূর্ত।  বিশেষ করে এমন সময় যখন ডোনাল্ড ট্রাম্প রূপান্তরকামীদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছিলেন।
দেশ
  • কোনো গোষ্ঠী উন্নয়নের জন্য সরকার সবক্ষেত্রে কোনো ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি অধিগ্রণ করতে পারে না। ৯ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সরকারি অধিগ্রহণ ও বণ্টন বিষয়ে এই চাঞ্চল্যকর রায় দিয়েছেন। অবশ্য ৯ সদস্যের একজন এই রায়ের বিরোধিতা করে নিজস্ব মত জানিয়েছেন।
  • খারিজ করে দেওয়া হল এলাহাবাদ হাইকোর্টের রায়। উত্তরপ্রদেশ সরকার মাদ্রাসা শিক্ষা আইন অসাংবিধানিক বলে বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই নির্দেশে উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা চালু রাখতে আর বাধা রইল না। বর্তমানে সেখানে ১৬ হাজার মাদ্রাসা এবং ১৭ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থী।
  •  রাজ্যজুড়ে ১৬টি জায়গায় তল্লাসি চালিয়ে বেআইনি পাথর খাদানের সন্ধান পেল সিবিআই।
খেলা
  • আগামী ১৮ নভেম্বর থেকে মালয়েশিয়ায় শুরু হবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। ২৬ জনের সম্ভাব্য সূচির মধ্যে নেই একজনও বাঙালি। জাতীয় দলে এক সময় দাপিয়ে বেড়ানো পিকে, চুনি গোস্বামী, অরুণ ঘোষ, ভাস্কর গঙ্গোপাধ্যায়, কৃশানু দে –রা আজ অতীত। কোনো বাঙালির না থাকায় হতাশার সুরে একদা সাড়া জাগানো  জাতীয় দলে খেলা গোলকিপার ভাস্কর গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘বাংলার ফুটবলের জন্যে অত্যন্ত দুঃখজনক ঘটনা’।
  • ৩৬ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।
বিবিধ
  • ২০২৫ সলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মডেল প্রশ্নপত্র প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি। মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিকের সাতটি বিষয়ের নমুনা প্রশ্নপত্র এখানে থাকছে।
  • ব্যাঙ্ক কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ল। ১৯.৮৩ শতাংশ হারে ডি পাবেন।
  • আগামী ১২ নভেম্বর থেকে সচিত্র ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জনের কাজ শুরু করবে নির্বাচন কমিশন।