মালদা মেডিক্যাল কলেজে কর্মখালি

221
0
WB Govt Job Recruitment 2024

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওয়াক-ইন-ইন্টারিভউয়ের মাধ্যমে ১১জন সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে।

এই মুহূর্তে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে পরবর্তীকালে দরকার মনে হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেগুলি হল- জি-সার্জারি,

অর্থোপেডিক্স, অ্যানেসথেসিয়োলজি, জেনারেল মেডিসিন, রেডিওলজি, জিঅ্যান্ডও, মাইক্রোবায়োলজি, সায়কিয়াট্রি।

যোগ্যতাঃ এমবিবিএস সঙ্গে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা/ ডিএনবি।

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল বা অন্য কোনো স্টেট কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

বয়সঃ বয়স হতে হবে ৪৫ বছরের কম।

সিডস কর্পোরেশনে কর্মী নিয়োগ

ইন্টারিভউয়ের তারিখঃ ইন্টারভিউ হবে ১২ নভেম্বর ২০২৪ তারিখ দুপুর ২টো থেকে।

ঠিকানা- Office of the Principal Malda Medical College, Singatala, English Bazar, Malda.

ইন্টারভিউয়ের দিন সকাল ১১টার মধ্যে ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে।

১১টা থেকে নথিপত্র যাচাই শুরু হবে।

কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে কাজের সুযোগ

ইন্টারিভউয়ের দিন বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব- প্রত্যয়িত ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন