কারেন্ট অ্যাফেয়ার্স ৭ নভেম্বর ২০২৪

210
0
Current Affairs 7th November

আন্তর্জাতিক
  • আমেরিকার প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে লিখেছেন, আসুন আমরা একসাথে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্বশান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।
  • ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইজরায়েলি হানা অব্যাহত। প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হমলা চালাচ্ছে ইজরায়েল। ধারাবাহিক এই হামলায় এখনও পর্যন্ত ৪৩ হাজার ৪৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত এক লাখেরও বেশি। শুধুমাত্র লেবাননেই মৃত্যু হয়েছে ৩ হাজার ১০২ জন। আহত ১৩ হাজার ৮১৯ জন।
  • প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ট্রাম্প সে দেশের হোয়াইট হাউসের চিফ অব স্টাফ নির্বাচিত করলেন সুসি ওয়াইলসকে। ৬৭ বছর বয়সি এই মহিলা হোয়াট হাউসের প্রথম নারী স্টাফ। নির্বাচন করে ট্রাম্প বলেছেন, সুসি একজন বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন কর্মী।
  • আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পর সে দেশে ৭টি প্রদেশে নতুন করে গর্ভপাতের অধিকার পেল। সব মিলিয় মোট ১৩টি প্রদেশে গর্ভপাতের অধিকার স্বীকৃত হল। উল্লখ্যে, ২০২২ সালে আমেরিকার সুপ্রিম কোর্ট গর্ভপাত নিষিদ্ধ করেছিল।
  • বাংলাদেশে চট্টগ্রামে সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার চালানোর খবর ছড়িয়ে পড়েছে। দোকানপাট বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এমনকী যৌথ অভিযানের নামে সংখ্যালঘু যুবকদের প্রচণ্ড মারধর করা হয়েছে। একের পর এক অলঙ্কারের দোকান লুঠপাট চালায় বিএনপি সমর্থকেরা। আদালতকক্ষে প্রাক্তম মন্ত্রী ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমির হোসেন আমুকে বিচারের সময় তাঁর আইনজীবীকে আদালতকক্ষেই মারধর করা হয়।
দেশ
  • আরজিকর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের কারণে সুপ্রিম কোর্টের মামলায় শুনানি ছিল এ দিন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। পরবর্তী শুনানি, আগামী ১১ নভেম্বর। অন্য দুই বিচারপতি ছিলেন জে বি পাদরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র।
  • আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু তকমা দেওয়ার ক্ষেত্রে একমত হতে পারল না প্রধান বিচারপতির বেঞ্চ। ১৯৮১তে ইন্দিরা গান্ধির আমলে আইন সংশোধন করে সংখ্যালঘু প্রতিষ্ঠান আখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু ২০০৬ সালে ওই আইন খারিজ করে দেয় ইলাহাবাদ হাইকোর্ট। ১৯৬৭ সালেও বিশ্ববিদ্যালয়টির সংখ্যালঘু তকমা বাতিল করেছিল শীর্ষ আদালত। কোনো প্রতিষ্ঠানকে সংখ্যালঘু তকমা পেতে গেলে ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকতে হয়। বর্তমান বিজেপি সরকার উক্ত প্রতিষ্ঠানকে সংখ্যাঘু তকমা দেওয়ার বিরুদ্ধে।
খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরোধ্য বার্সেলনা। লা লিগায় রিয়াল মাদ্রিরদকে ৪-০ গোলে হারানো। তর ঠিক পরের ম্যাচেই এসপানিয়োলের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী হয়। এবং বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডকে ১-০ গোলে হারিয়ে দিল।
  • হাইব্রিড মডেলে সংযুক্ত আমিরশাহিতে ক্রিকেট খেলবে ভারত। তাই সম্ভবত পাকিস্তানে যাওয়া হবে না। ভারত সরকারের অনুমতির ওপরও অনেকটা নির্ভর করছে। সরকার থেকে সবুজ সংকেত পেলেই আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে যেতে পারে ভারতীয় দল।
বিবিধ
  •  প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্প রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্র সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা-র জন্য নেওয়া জমি বাতিল করে দিল বাংলাদেশ সরকার। ১৯৯২ সালে ‘সুরের ধারা’ গড়ে তোলেন প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
  • নিউটাউনের সিলিকনভ্যালিতে কগনিজ্যান্ট ও ইসক্রাইমেকো ইন্ডিয়া স্মার্ট মিটার তৈরির কারখানা করবে। লগ্নি করবে প্রায় ১০০০ কোটি টাকা। অনেক লোকের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা ।