দশম শ্রেণি যোগ্যতায় আশাকর্মী নিয়োগ

334
0
Asha Karmi Recruitment 2024

পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন ঝাড়গ্রাম মহকুমার চারটি ব্লকে আশাকর্মী নিয়োগ করা হবে। Jhargram Asha Karmi Recruitment

যোগ্যতাঃ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণা/অনুত্তীর্ণা।

কেবলমাত্র বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন।

যে গ্রামের/এলাকায় আবেদন করবেন সেই গ্রামগুলির মধ্যে যে কোন একটি গ্রামের সাধারণ বাসিন্দা

অর্থাৎ আশা সার্ভিস এরিয়ার বা আশা ভ্যাকেন্সি এরিয়ার সাধারণ বাসিন্দা হতে হবে।

সিডস কর্পোরেশনে কর্মী নিয়োগ

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে,

তপশিলি জাতি/ উপজাতি মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

সঙ্গীত নাটক অ্যাকাডেমিতে কাজের সুযোগ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://jhargram.gov.in এবং www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

বিএসএনএলে কর্মী নিয়োগ

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স এবং ৫টাকার ডাকটিকিট লাগানো নিজের নাম ঠিকানা লেখা একটি বড় খামসহ সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে আবেদনপত্র জমা করতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি ৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে।

ভারত ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ার নিয়োগ

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। Jhargram Asha Karmi Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন