কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ নভেম্বর ২০২৪

109
0
Current Affairs 13th November

আন্তর্জাতিক
  • আফগানিস্তানের তালিবান সরকারকে এখনও পর্যন্ত মান্যতা দেয়নি ভারত। অথচ মুম্বইয়ের আফগান দূতাবাসে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ করল আফগানিস্তান। নাম ইকরামুদ্দিন কামিল। ভারতের সঙ্গে কামিনেরপরিচয় রয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের দেওয়া স্কলারশিপে কামিল এ দেশে সাত বছর পড়াশোনা করেছেন।
  • বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর বাংলাদেশের ইউনুসের অন্তর্বর্তী সরকার। ঘরোয়া রাজনীতির কারণে ভারতের ওপর রাজনৈতিক চাপ বাড়াতেই এই পদক্ষেপ। কিন্তু অর্থনৈতিক ভাবে বাংলাদেশ অনেকটাই ভারতের ওপর নির্ভরশীল। তথ্য অনুযায়ী জাপানের কাছে ৯২১ কোটি ডলার, রাশিয়ার কাছে ৫০৯ কোটি ডলার, চিনের থেকে ৪৭৬ কোটি ডলার এবং ভারতের কাছে ১০২ কোটি ডলারের ঋণগ্রস্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে ইউনুস সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষুণ্ণ করলে আখেরে তাদেরই ক্ষতি।
দেশ
  • আগামী ১৮ নভেম্বর ব্রাজিলে শুরু হচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী হিসেবে এটি নরেন্দ্র মোদীর তৃতীয় ব্রাজিল সফর। এ ছাড়াও তিনি নাইজেরিয়া এবং দক্ষিণ আমেরিকার গায়ানায় যাবেন বিভিন্ন বিষয়ের বৈঠকে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনিবুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ওই দেশে ২৭০০ কোটি টাকা কোটি ডলারের বাণিজ্য, বিদ্যুৎ এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়ে বৈঠক করার কথা রয়েছে।
  • বুধবার রাজ্যের তালড্যংরা,হাড়োয়া, মেদিনীপুর,সিতাই, মাদারি হাট, নৌহাটি  ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হল। ভোটের গড় হার ৬৯.২৯ শতাংশ।
খেলা
  • ভারতীয় ক্রিকেটে নজর কাড়লেন তিলক শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেলেন।বাঁ-হাতি পেশার এই তরুণের খেলার দাপটে ভারত সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ২-১ এগিয়ে গেল। ভারতীয় দলের ২১৯ রানের মধ্যে তিলক শর্মা একাই ১০৭ রানে নট আউট থাকেন। উত্তরে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ২০৭ রান তোলে। তিলক শর্মা একটি রেকর্ডও করেন। সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টির ক্রমতালিকায় প্রথম ১০-এ থাকা কোনও দেশের বিরুদ্ধে শতরান করলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২ বছর ৫ দিন বয়সে তাঁর এই কীর্তি। আগে রেকর্ড ছিল পাকিস্তানের আহমেদ শেহজাদের। ২০১৪ সালে ২২ বছর ১২৭ দিন বয়সে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভাঙলেন তিলক। হায়দ্রাবাদের এই তরুণের সামনে এখন অনেক স্বপ্ন।
  • মহিলা ক্রিকেট খেলতে আগামী ১৫ ডিসেম্বর ভারত সফরে আসার তারিখ ঘোষণা করল ভরতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে দুই সিরিজের খেলার তারিখ ঘোষণা করা হল। ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের সঙ্গে তিনটি এক দিনের এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন হরমনপ্রীতেরা। টি টোয়েন্টি ম্যাচগুলি হবে নবি মুম্বইয়ে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধে সাতটায়। অন্য দিকে আগামী বছর ভারত সফরে আসবে আয়ারল্যান্ডের মহিলা দল। তারাও এ দেশে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবে। ১০, ১২ এবং ১৫ জানুয়ারি। খেলাগুলি হবে রাজকোটে। খেলা শুরু হবে সকাল ১১টা থেকে।
বিবিধ
  • মাস খানেক আগেই সোনার দাম ৮০ হাজারে পৌঁছে গিয়েছিল। সেই দাম ক্রমশই কমছে। বর্তমানে সোনার দাম কমে ৭৫ হাজার হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান এই দাম আরও কিছুটা কমতেও পারে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দর দাঁড়ায় ৭৫ হাজার ২১০ টাকায়। এ মাসের মধ্যে সর্বনিম্ন।