কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ নভেম্বর ২০২৪

32
0
Current Affairs 15th November

আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা পেল অনূরা কুমারা দিশানায়েকে-র ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)।
  • নিউইয়র্কে গোপনে বৈঠক করলেন এলন মাস্ক ও রাষ্ট্রসংঘের ইরানের দূত। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিনের ঠান্ডা যুদ্ধের অবসান ঘটাতে রাষ্ট্রসংঘের ইরানের দূত এবং ধনকুবের মাস্ক গোপন বৈঠক করলেন।
দেশ
  • উত্তরপ্রদেশের ঝাঁসির এক সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন লেগে সেই সময়ে দশ জন সদ্যোজাতের মৃত্যু হল। এই মর্মান্তিক ঘটনায় খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিল উত্তরপ্রদেশ সরকার। দুর্ঘটনার সময় শিশুদের ওই ওয়ার্ডে ৪৭ জন সদ্যোজাত ছিল। দুর্ঘটনায় মৃত শিশুদের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর তরফে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে।
  •  দিল্লিতে একটি কুরিয়ার অফিস থেকে প্রায় ৯০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করল এনসিবি। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৮২ কেজির মাদক। ওই মাদক অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা ছিল। উল্লেখ্য, গত মাসেও প্রায় ২০০০ কোটি টাকার মাদক উদ্ধার করেছিল পুলিশ বিমান বন্দর থেকে।
  • দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা উৎসাহ দিতে ইউজিসি চালু করল পিএইচডি সাইটেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ডস। উচ্চমানের গবেষণাকে স্বীকৃতি দেওয়া হবে। প্রতি বছর শিক্ষক দিবসে।
  • মণিপুরে অশান্ত অব্যহত।মেইতেইদের সঙ্গে কুকি সম্প্রদায়ের বিরে্াধ থামছেই না।
খেলা
  • দুই অসম প্রতিদ্বন্ধীর লড়াইয়ে পরাজয় স্বীকার করতে হল ৫৮ বছর বয়সের কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে। ২৭ বছরের জেক পল জিতলেন ৮০-৭২, ৭৯-৭৩, ৭৯-৭৩ পয়েন্ট ব্যবধানে। প্রতি রাউন্ডে ২ মিনিট করে লড়াই হয়েছে। ২০০৫ সালে বক্সার মাইক টাইসন শেষ বার রিংয়ে নেমেছিলেন। বর্ণময় কেরিয়ারে মোট ৫৮টি পেশাদার ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে জিতেছিলেন ৫০টিতে। তরুণ জেক পলের কাছে পরাজয় সংবাদ হয়ে উঠল।
  • ভারতীয় দলের অন্যতম খেলেয়াড় রোহিত শর্মা দ্বিতীয় বার বাবা হলেন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

 

বিবিধ
  • বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে সরকার জনজাতি কল্যাণের বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, জনজাতি গোষ্ঠীর পড়ুয়াদের জন্য ৩১০টি নতুন হস্টেল গড়ে তোলা হবে। ‘জয় জোহর’ প্রকল্পতে পেনশনভোগীদের বরাদ্দও হাজার টাকা থেকে বাড়িয়ে ১৮০০ টাকা করা হবে। অন্য দিকে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে রাজভবনে জনজাতি গৌরব দিবস পালন করা হয়।
  • বাংলাদেশের অশান্তির ছায়া এ বার কলকাতা বইমেলাতেও। বর্তমান বাংলাদেশে রাজৈনিতক অস্থিরতার কারণে কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ১৯৯৬ সাল থেকে কলকাতা বইমেলায় বাংলাদেশের বিপুল সংখ্যক প্রকাশনা সংস্থা হাজির হয় তাদের প্রকাশিত বই নিয়ে। কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ। এ বারে বই মেলার থিম জার্মানি।
  • ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের শিক্ষক আশিস খান প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি হসপিটালে তাঁর মৃত্যু হয়। কিংবদন্তি বাবা আলাউদ্দিন খানের পৌত্র এবং শিল্পী আলি আকবর খানের পুত্র। দেশি বিদেশি একাধিক চলচ্চিত্রের সংগীত ও সংগীত-আবহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পেয়েছেন সংগীত-নাটক অকাদেমি –সহ নানা পুরস্কারের সম্মান।
  • জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে নতুন পর্যটন কেন্দ্র মন্দারমণিতে ১৪০টি হোটেল, লজ, রিসর্ট এবং হোম স্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ২০ নভেম্বরের মধ্যে সব বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে।