কারেন্ট অ্যাফেয়ার্স ২১ নভেম্বর ২০২৪

41
0
Current Affairs 21st November

আন্তর্জাতিক
  • একদিকে অনাহারে দিন কাটাচ্ছে গাজার একাংশের প্যালেস্টাইনি মানুষ, অন্য দিকে আকাশ পথে হানা দিয়ে একের পর আক্রমণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও হতাহতের সংখ্যা। এই পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়ে ইউরোপ ও এশিয়ার এশিয়ার কয়েকটি দেশ সরব হয়েছে রাষ্ট্রপুঞ্জে। রাশিয়া, চিন, ব্রিটেন, ফ্রান্স সহ ১০টি দেশই যুদ্ধবিরতির কথা জানিয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু তাতে কর্ণপাত করেননি তিনি।
  •  শেষ হল জি ২০ সম্মেলন। সম্মেলন শেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির হলেন গায়ানার জর্জটাউনে। ক্রিকেটের জন্য বিখ্যাত এই দেশ। জর্জটাউনে মোদীকে স্বাগত জানান গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি এবং প্রধানমন্ত্রী মার্ক অ্যান্টনি ফিলিপস।
  • ভারত, পাকিস্তান, ব্রাজিল, চিন সহ ১৪টি দেশের শিক্ষার্থীধের জন্য বিশেষ ভিসা কর্মসূচি বাতিল করে দিলল কানাডা। ২০১৮ সালে স্টুডেন্ট ডিরেক্ট ভিসা (এসডিএস) ভিসা প্রোগ্রাম চালু করেছিল কানাডা।
দেশ
  • দূষণে দমবন্ধ অবস্থা দিল্লিতে। রাজধানী দিল্লিতে স্কুল কলেজের পড়াশোনা বাড়ি থেকেই অনলাইনে করার কথা ঘোষণা করেছে সরকার। এ বার স্কুল কলেজের পাশাপাশি ৫০ শতাংশ সরকারি কর্মীদেরও বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি সরকার ও দিল্লি পুরসভার দফতরগুলিতে কর্মী সংখ্যা ১.৪ লক্ষ। আপাতত সেই সংখ্যক কর্মীদের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকেই কাজ করতে হবে পরিবেশের কারণেই।
খেলা
  •  এশীয় চ্যাম্পিয়ন্স হকির খেতাব জিতেছেন ভারতের মেয়েরা। বুধবার ফাইনালে ভারত১-০ গোলে হারায় চিন-কে। একমাত্র গোলটি করেন দীপিকা।
  • পি ভি সিন্ধু বিশ্ব ক্রমতালিকায় এই মুহূর্তে রয়েছেন ১৯ নম্বরে। চিন্ মাস্টার্স ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন পি ভি সিন্ধু। তিনি তাইল্যান্ডের প্রতিপক্ষ বুসানান-কে হারিয়ে দেন। মাত্র ৫০ মিনিটে।
  • বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে পেরুকে ১-০ গোলে হারিয়ে লিয়োনেল মেসি জয়ে ফিরলেন। দুটি ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে পেরুকে হারিয়ে দেয় এবং ব্রাজিল-উরুগুয়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়।
বিবিধ
  • ঘোষিত হয়েছে আগামী ১৫ ডিসেম্বর স্টেট এলিজিবিটি টেস্টের দিন। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফে। পরীক্ষার্থীরা কী ভাবে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে পারবেন, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
  • ভারতে শিশুদের ওপর নির্যাতন পরিবারেই বেশি। দিন দিন তা বাড়ছেও। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ভারতে শিশুদের উপর যৌন অত্যাচার বেড়েছে ৮.৭ শতাংশ। বর্তমানে নথিভুক্ত অভিযোগের পরিমাণ ১ লক্ষ ৬২ হাজার। দেখা গিয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এবং রাজস্থানের মতো পশ্চিমবঙ্গেও যৌন অত্যাচারের সংখ্যা বেড়েছে পাঁচ শতাংশ। সমীক্ষায় বলা হয়েছে, শিশুদের বিরুদ্ধে যে সমস্ত অপরাধ ঘটে, তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে নির্যাতন এবং বাল্যবিবাহের মতো ঘটনা।
  • জাতীয় শিক্ষানীতি অনুসারে একই সঙ্গে দুটি পাঠক্রমে পড়ার সুযোগ রয়েছে। কিন্তু তা নিয়ে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে ছাত্র-শিক্ষক। তা নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা চলছে ইউজিসিতে।
  • বিশ্বের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত স্কুলের তকমা পেল অস্ট্রেলিয়ার ডার্লিংটন স্কুল। প্রায় ২০০০ স্কুলের তালিকা থেকে বেছে নেওয়া হয়েছে এই স্কুলটিকে।