কোস্টগার্ডে ১৪০ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট

225
0
ICG Recruitment 2024

ভারতীয় কোস্টগার্ডে ২০২৬ ব্যাচে ট্রেনিং দিয়ে ১৪০ জন অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট (জেনারেল ডিউটি, টেকনিক্য্যাল ICG Recruitment 2024

(ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স) নিয়োগ করা হবে৷ অনলাইন আবেদন করা যাবে ৫ ডিসেম্বর সকাল ১১টা থেকে ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত।

শূন্যপদের বিন্যাসঃ জেনারেল ডিউটি (জিডি)- ১১০ (অসংরক্ষিত ৪০, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ১৫, ওবিসি ৩৮, ইডব্লুএস ৪)।

টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল)- ৩০ (অসরংক্ষিত ১৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৯)।

যোগ্যতাঃ জেনারেল ডিউটিঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। দ্বাদশ শ্রেণি স্তরে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স বিষয় হিসেবে থাকতে হবে।

টেকনিক্যাল (মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স)- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যাভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ মেরিন/ অটোমোটিভ/ মেকাট্রনিক্স/ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন/

মেটালার্জি/ ডিজাইন/ অ্যারোনটিক্যাল/ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। দ্বাদশ শ্রেণি স্তরে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স একটি বিষয় হিসেবে থাকতে হবে।

বয়সঃ ১ জুলাই ২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-২৫ বছরের মধ্যে (জন্মতারিখ ১ জুলাই ২০০০-৩০ জুন ২০০৪ তারিখের মধ্যে)।

দক্ষিণ-পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস

প্রার্থী বাছাই পদ্ধতিঃ লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় থাকবে ইংলিশ, রিজনিং অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি, জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাপ্টিটিউড, জেনারেল নলেজ।

বেতনঃ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট পদে লেভেল ১০ অনুযায়ী বেসিক পে ৫৬১০০ টাকা।

কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে নার্স নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ https://joinindiancoastguard.cdac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৫ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। ICG Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

দশম শ্রেণি যোগ্যতায় আশা কর্মী নিয়োগ