কারেন্ট অ্যাফেয়ার্স ২ ডিসেম্বর ২০২৪

83
0

আন্তর্জাতিক
  • বাংলাদেশের পরিস্থিতি উত্তাল এবং সংখ্যালঘু নিধনের প্রতিবাদে ভারতের বিভিন্ন  অঞ্চলে কিছু কিছু অংশে প্রতিবাদ সংঘটিত হচ্ছে। বাংলাদেশের মাটিত্ ইসকন এর সদস্য গুরু চিন্ময় দাস সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের ইউনূস সরকার। সংখ্যাঘু ও ভারত বিরোধিতার সংবাদ ভেসে আসছে। এমনকী ভারতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ভারতেও নানা প্রতিক্রয়া দেখা যাচ্ছে। সীমান্ত এলাকা পেট্রাপোলে হিন্দু সন্ন্যাসী ও বিজেপির মতো রাজনৈতিক দল বন্দিদের মুক্তি চেয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে। এবং আগরতলা, ত্রিপুরা সহ বিভিন্ন বাংলাদেশী দূতাবাদে অবস্থান বিক্ষোভ জানানো হয়। দুই দেশের পণ্য রপ্তানি বন্ধ রাখা হয়েছে। সুস্থ স্বাভাবিক পরিবেশ না হলে আগামী দিনে লাগাতার পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হবে বলে বিক্ষোভকারীরা দাবি তুলেছে। বাংলাদেশেও বিভিন্ন ভারতীয় দূতাবাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
  • এফবিআইয়ের নতুন ডিরেক্টর নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ। আমেরিকার নতুন ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্যপকে এফবিআইয়ের নতুন ডিরেক্টর হিসেবে ঘোষণা করলেন। কাশ্যপ এক জন তুখোড় আইনজীবী এবং দক্ষ তদন্তকারী। আমেরিকায় দুর্নীতি দমনে তাঁর ভূমিকা ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব ‘ট্রুথ সোস্যালে’ লেখেন আমেরিকাকে প্রথম করার যে লড়াই আমরা চালাচ্ছি, সেই লড়াইয়ের অন্যতম দক্ষ যোদ্ধা তিনি। কাশ্যপের জন্ম ১৯৮০ সালে, নিউ ইয়র্কে। গুজরাতি পরিবারের ৪৪ বছরের এই কৃতী নিউ ইয়র্কের পেস ইউনিভার্সিটি থেকে ক্রিমিনাল জাস্টিস নিয়ে পড়ে আইনে ডক্টরেট খেতাব পান ২০০৫ সালে। ৮ বছর কৌঁসুলি ছিলেন। মাদক এবং পাচারে অভিযুক্তদের হয়ে সওয়াল করেছেন। এ বার তিনি আমেরিকায় নতুন সম্মানীয় পদে আসীন হলেন।
  •  সিরিয়ায় নতুন করে শুরু হয়েছে সংঘর্ষ। বিদ্রোহীদের দখলে থাকা ইদলিব শহরে হামলা চালায় রাশিয়া এবং সিরিয়ার যৌথ বাহিনী। বিদ্রোহীদের দখলে থাকা কিছু এলাকা মুক্ত হলেও আলেপ্পো শহর এখনও বিদ্রোহীদের দখলে।

 

জাতীয়
  • বাংলাদেশের ঘটনায় শান্তি ফিরিয়ে আনতে রাষ্ট্রপুঞ্জের কাছে শান্তিবাহিনী প্রেরণের কথা কেন্দ্রকে পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • রাজ্যে আলু ব্যবসায়ী সমিতি অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। সেই মতো প্রায় ২০০ মতো ট্রাক চলাচল বন্ধ থাকল। রাজ্যের বাইরে আলুর চালান রোধে সরকারি নির্দেশ ও ট্রাক নিয়ন্ত্রণের কারণেই এই ধর্মঘট।

 

খেলা
  •  ফুটবল খেলাকে ঘিরে ধুন্ধুমার দুই দলের সমর্থকদের মধ্যে। লড়াইয়ে প্রাণ গেল ১০০ জনেরও বেশি। গিনিতে ফুটবল মাঠে খেলা চলছিল লাবে এবং এনজেরেকার নামক দুই দলের। কিন্তু মাঝপথে রেফারির এক সিদ্ধান্তের জের গিয়ে পড়ল গ্যালারিতে। যার ফলে প্রবল গণ্ডগোল মারামারি শুরু হয়। খুব দ্রুত ছড়িয়ে পড়ে দুই দলের সমর্থকদের খণ্ডযুদ্ধ। সংবাদ সংস্থা জানাচ্ছে একশোজনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
  •  আইসিসি-র নতুন চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। উল্লেখ্য, জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র। ৩৬ বছর বয়সে তিনিই কনিষ্ঠতম আইসিসি চেয়ারম্যান হলেন। নতুন চেয়ারম্যান হয়ে তিনি বলেছেন, ক্রিকেটকে তিনি বিশ্বে ছড়িয়ে দিতে চান। ২০০৯ সালে প্রথম ক্রিকেট প্রশাসনে এসেছিলেন। গুজরাট ক্রিকেটের কাউন্সিলের হয়ে।জগমোহন ডামিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহরের পর পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির সর্বোচ্চ পদে বসলেন জয় শাহ।
  •  দু বছর চার মাস পর আবার ট্রফি উঠল পি ভি সিন্ধুর হাতে। রবিবার চিনের উয়ো লুয়ো ইয়ু-কে হারিয়ে সৈয়দ মোদী সুপার ৩০০ আন্তর্জাতিক ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলেন তিনি। ২০২২ সালের জুলাই মাসে শেষ আন্তর্জাতিক ট্রফি জিতেছিলেন সিন্ধু। এই নিয়ে তৃতীয় বার (২০১৭, ২০২২ এবং ২০২৪) সৈয়দ মোদী ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হলেন তিনি।
  • অন্য দিকে ছেলেদের সিঙ্গলসে লক্ষ্য বিপক্ষের জিয়াকে পরাস্ত করে ট্রফি হাতে তুলে নিয়েছেন।

 

বিবিধ
  • বছরে ১০ লক্ষ বর্গ কিলোমিটার ভয়াবহ গতিতে ভূমিক্ষয় চলছে বিশ্ব জুড়ে। জবায়ু পরিবর্তন রোধ, প্রকৃতিকে রক্ষা করা কিংবা পরিবেশের স্থিতাবস্থা বজায় রাখা, ক্রমেই দুরূহ হয়ে উঠছে এ সব। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সংস্থার প্রকাশিত গবেষণাপত্রে এমনই প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে ১ কোটি ৫০ লক্ষ বর্গ কিলোমিটার জমি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যা আকারে দক্ষিণ মেরুর সমান। প্রকৃতিবিজ্ঞানীদের দাবি, অবিলম্বে ভূমির উপর অত্যাচার বন্ধ করা হোক। তা না হলে বিপদের আশঙ্কা।
  • নেচার ইনডেক্সের তালিকায় দেশে প্রথম নাম কলকাতা। বিশ্বের বিভিন্ন শহর থেকে প্রকাশিত গবেষণাপত্রের গুণমান এবং সংখ্যার নিরিখে এই সম্মান। সামগ্রিক বিশ্বে কলকতার স্থান ৮৪ তম। এই তালিকায় বিশ্বে প্রথম চিন। আমেরিকার চারটি শহর রয়েছে প্রথম দশে। ভারতের শহরগুলির মধ্যে কলকাতার পরে রয়েছে বেঙ্গালুরু, মুম্বই। রাজধানী দিল্লি রয়েছে ১২৪ তম স্থানে। উল্লেখ্য, নেচার ইনডেক্সের তরফে প্রকাশিত এই তালিকায় ঠাঁই পেয়েছে বিশ্বের ২০০টি শহর।
  • একটি মুখবন্দি বোতলের মধ্য থেকে ১৩২ বছরের পুরনো নথি পাওয়া গেল। ১৮৯২ তারিখ লেখা রয়েছে। সেই সঙ্গে স্কটল্যান্ডের তিন জন ইঞ্জিনিয়ারের নামও জানা গেল। যাঁরা ১০০ ফুট টাওয়ারের উপরে নতুন আলো লাগিয়েছিলেন।