কারেন্ট অ্যাফেয়ার্স ৬ ডিসেম্বর ২০২৪

56
0

আন্তর্জাতিক
  • উত্তেজনার আবহে এ বার ভারতকে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে ‘বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন’ (বিটিআরসি)। প্রসঙ্গত, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয়।
  •  সিরিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এবং কাছাকাছি শহর দখল করে নিয়েছে জঙ্গিরা। সিরিয়ায় সতর্কবার্তা জারি করল ভারতীয় দূতাবাস। সিরিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের প্রতি জানানো হল পশ্চিম এশিয়ার ওই দেশে বসবাসকারী ভারতীয়দের প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সিরিয়া ছেড়ে চলে আসারও বার্তা দেওয়া হয়েছে। দামাস্কাস দখলের পথে বিদ্রোহীরা।
দেশ
  •  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণনাশের হুমকি দিয়ে হোয়াটস অ্যাপ বার্তা মুম্বই পুলিশের কাছে। সেটি আজমের থেকে এসেছে বলে পুলিশ সূত্র জানানো হয়েছে।
খেলা
  • অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিনে বেশ চাপেই ভারত। গোলাপি বলের টেস্ট জিতে পাঁচ টেস্টের সিরিজে সমতা ফেরানোর দিকেই অস্ট্রলিয়া। অস্ট্রলিয়ার ট্র্যাভিস হেড একাই ১৪০ রান তুলি নিয়েছেন। প্রথম ইনিংসে ভারতের ১৭৮ রানের বিরুদ্ধে ২৯৫ রানে শেষ করল অস্ট্রেলীয় দল। বুমরা ৪ উইকেট নিয়েছেন ৬১ রান দিয়ে। যশস্বী জয়সওয়াল (২৪), শুভমন গিল (২৮) বিরাট কোহলি (১১) রানে আউট হয়ে গিয়েছেন।
বিবিধ
  • দেশের গবেষণা ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। ২২টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বাইরে হাব হিসেবে রাখা হয়েছে আরও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে। কেন্দ্রীয় সরকারের অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এর অধীনে চলবে এই কার্ক্রম পদ্ধতি।