কারেন্ট অ্যাফেয়ার্স ৯ ডিসেম্বর ২০২৪

81
0
Current Affairs 9th December

আন্তর্জাতিক
  • বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে মৌলবাদীদের বেলাগাম সন্ত্রাস চলছে। সেই সন্ত্রাস বন্ধের দাবিতে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা পথে নামলেন। বনগাঁর জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট অবধি পদযাত্রা করলেন তাঁরা। তাঁর একই সঙ্গে ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসকে মুক্তির দাবি তুললেন। গত ২৫ নভেম্বর সন্ন্যাসী চিন্ময় দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশি পুলিশ।
  • বাংলাদেশের জাতীয় স্লোগান আর থাকছে না জয় বাংলা। হাসিনা সরকারের পতনের পর একের পর এক বঙ্গবন্ধুর স্মৃতি মুছে দেওয়া হচ্ছে। কখনও মুজিবর রহমানের মূর্তিতে পড়ছে কালি, কখনও ভেঙে ফেলা হচ্ছে তাঁর অবয়ব। এবার জয় বাংলা স্লোগানের ওপর নেমে এল আঘাত।  ২০২০ সালে জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছিল সে দেশের হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যদের এক বেঞ্চ সেই রায়ে স্থগিতাদেশ দেন। তিনি জানান, এই রায়ের ফলে বাংলাদেশের জাতীয় স্লোগান আর জয় বাংলা থাকবে না। ১৯৭৫ সালের ১৫ অগস্ট সপরিবারে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুকে। অনেক রক্তের বিনিময়ে গড়ে উঠেছিল সেই বাংলাদেশ। বিশেষজ্ঞদের অভিমত, আবার পাকিস্তানের পথেই হাঁটতে চাইছে সে দেশ।
  •   বাংলাদেশে অস্থির সময়ের সুযোগে বহু জেলবন্দি আসামি জেল থেকে পালিয়ে গিয়েছিলেন। এঁদের মধ্যে প্রায় ৭০০ জন এখনও পলাতক। বুধবার এই তথ্য জানিয়েছেন কারা আধিকারিক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মহম্মদ মোতাহের হোসেন।সাংবাদিকদের তিনি বলেন, “দেশের অশান্ত সময়ে ২২০০ জন আসামি জেল থেকে পালিয়ে গিয়েছিলেন। এর মধ্যে প্রায় ৭০০ জন এখনও পলাতক। এঁদের মধ্যে ৭০ জন উগ্রপন্থী এবং ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। এর মধ্যে ১১ জন রয়েছেন যাঁরা কুখ্যাত আসামি।”
  • সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়াতে আশ্রয় নিয়েছেন। রাশিয়া রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে।
দেশ
  • উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান  জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বা ভোটাভুটি আনতে চলেছে কেন্দ্রের বিরোধী জোট ইন্ডিয়া মঞ্চ।
  • দেশের নতুন প্রধান বিচারপতির ঘরে পুনরায় শুরু হল আর জি কর মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিম্ন আদালতের প্রেক্ষিতে প্রশ্ন তোলেন কত দিনে শেষ হবে এই মামলা? গত ৯ অগস্ট আরজি করেরমহিলা চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যু আলোড়ন তুলেছিল গোটা দেশ ছাড়িয়ে বিশ্বময়। প্রধান বিচারপতির প্রশ্নের উত্তরে সিবিআই জানিয়েছে দ্রুত শেষ হবে মামলা।
খেলা
  •  আমেরিকার জাতীয় ক্রিকেট লিগ বাতিল করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ১ ডিসেম্বর আইসিসি চেয়ারম্যান পদে বসেই জয় শাহের কড়া পদক্ষেপ। টি-টোয়েন্টি এবং টি-টেন লিগ আয়োজন করতে পারবেন না আমেরিকার ক্রিকেট সংস্থা। আইসিসির নিয়ম ভাঙার অপরাধেই এই সিদ্ধান্ত।
বিবিধ
  • রিজার্ভ ব্যাঙ্কের ২৬ তম গভর্নর হচ্ছেন রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্র। আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। বিষয় ছিল পাবলিক পলিসি। দক্ষতার সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে কাজ করেছেন।
  •  বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর ২০২৪। সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। একইসঙ্গে স্বাভাবিকের তুলনায় গরম বজায় থাকবে ২০২৫ সালের শুরুর দিকের কয়েকটা মাসেও। এই বছর শেষ হতে বাকি আর মাত্র একটা মাস। তার আগেই এই তথ্য প্রকাশ করল কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তরফে। বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করে এই বিষয়টি জানিয়েছেন বিজ্ঞানীরা। শিল্প যুগ শুরু হওয়ার আগে অত্যধিক গরম ছিল পৃথিবীতে। এবার ছাপিয়ে গিয়েছে সেই হিসেবকেও। এই বছরের গড় তাপমাত্রা ছিল সেই সময়কার চেয়েও উষ্ণ, স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।