জলপাইগুড়িতে নার্স নিয়োগ

155
0

জলপাইগুড়ি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অধীন চুক্তির ভিত্তিতে নার্স নিয়োগ করা হবে। মেমো নম্বরঃ ৭৮৫। Jalpaiguri Recruitment 2024

কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

যোগ্যতাঃ মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে জেলারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স করে থাকতে হবে।

সংশ্লিষ্ট ফিল্ডে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় ঝাড়গ্রামে নিয়োগ

বয়সঃ বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ১২০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ভাইভা ভোসি ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

এয়ারপোর্টস অথরিটিতে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.jalpaiguri.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র, ৫টাকার স্টাম্পযুক্ত নিজের নাম ঠিকানা লেখা দুটি খাম, পাসপোর্ট মাপের ছবি ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে

The District Child Protection Unit, Collectorate Building, Jalpaiguri ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে। Jalpaiguri Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

বারাসতের স্কুলে শিক্ষক নিয়োগ