ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ন্যাভাল অ্যাকাডেমি (১), UPSC NDA 1 Notification Out
২০২৫ (NDA & NA Exam I 2025) পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নির্দিষ্ট যোগ্যতায় যে কোন ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন।
শূন্যপদ: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ৩৭০ টি (২০৮ আর্মি (১০ মহিলা প্রার্থী), ৪২ নেভি (১২ জন মহিলা প্রার্থী সহ),
এয়ার ফোর্স ৯২, গ্রাউন্ড ডিউটিস (টেক) ১৮, গ্রাউন্ড ডিউটিস (নন টেক) ১০। ন্যাভাল অ্যাকাডেমি ৩৬ টি পদ রয়েছে (৫টি শূন্যপদ মহিলাদের জন্য)।
যোগ্যতা: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির আর্মি উইংয়ের জন্য স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
এয়ার ফোর্স, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ন্যাভাল উইয়ংস এবং ন্যাভাল অ্যাকাডেমির জন্য ফিজিক্স,
কেমিস্ট্রি এবং অঙ্ক সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
বয়স: জন্মতারিখ হতে হবে ২ জুলাই ২০০৬-১ জুলাই ২০০৯ সালের মধ্যে।
কেবলমাত্র অবিবাহিত পুরুষ/ মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আবেদনের ফি: ১০০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।
তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: www.upsconline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত। UPSC NDA 1 Notification Out
নোটিসটি দেখতে ক্লিক করুন