দেশ
- মসজিদ মন্দির উপাসনা স্থল ঘিরে মামলা আর শুনবে না দেশের প্রধান আদালত। আপাতত আর কোনো ‘জ্ঞানবাপী’ বা ‘সম্ভল’ নয়। দেশের আর কোনো আদালত আপাতত আর কোনো মসজিদের নীচে মন্দির রয়েছে বলে আর্জিতে কান দিয়ে সমীক্ষা চালানোর নির্দেশ দেবে না। আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ জানিয়েছে, ১৯৯১ সালের উপাসনাস্থল আইন অনুযায়ী উপাসনাস্থলের চরিত্র বদল চেয়ে কোনো মামলা দায়ের করা যায় না। শীর্ষ আদালতে বর্তমানে এই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেই মামলা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লখ্যে, বর্তমানে ১০টি উপাসনাস্থলকে কেন্দ্র করে বিভিন্ন আদালতে ১৮টি মামলা ঝুলে রয়েছে। মথুরার শাহি ইদগা, সম্ভলের জামা মসজিদ, জৈনপুর, আজমের শরিফ প্রভৃতি।
- এক দেশ এক ভোট –এই পথে মোদী সরকার আরেক ধাপ এগোল। এ দিন মন্ত্রিসভায় দুটি বিল পাশ হয়। তার একটি সংবিধান সংশোধনী বিল অন্যটি লোকসভা নির্বাচনের সঙ্গে দিল্লি, পুদুচেরি ও জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন করানোর বিল। পাঁচ বছর অন্তর নির্বাচন হলে ভোটের হার বাড়বে। পরিযায়ী ভোটারদের ভোট দিতে নিজের রাজ্যে ফিরতে হবে না। যদিও ৪৭টি রাজনৈতিক দলের মধ্যে ১৫টি বিরোধী দল এই ব্যবস্থার বিরোধিতা করেছে।
- আগামী ২০২৫ জানুয়ারিতে রাজ্যে ভোটার তালিকা প্রকাশ পাবার কথা। সেই ভোটার তালিকায় মোট ১৭ লক্ষ ১৪ হাজার ৬৬ জনের নাম দু’বার এসেছে বা গোলমাল রয়েছে বলে বিজেপি সংশোধনের দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে।
খেলা
- মাত্র ১৮ বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ক্লাসিক্যাল ম্যাচে জয়ী হলেন ডি গুকেশ। বৃহস্পতিবার সিঙ্গাপুরে ফিডে বিশ্ব চ্যাম্পিয়নশিপ দাবায় ১৪ তম ক্লাসিক্যাল ম্যাচটি জিতলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। চিনের ডি লিরেনের সঙ্গে ১৩ তম ম্যাচেও খেলা ড্র হয়। শেষ ম্যাচে জিততেই সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেলেন গুকেশ। উল্লেখ্য, এর আগে ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্যারি কাসপারভ। তাঁর রেকর্ড ভেঙে দিয়ে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন গুকেশ। বিশ্বনাথ আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন।ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে সব মিলিয়ে ভারতীয় মুদ্রায় আর্থিক সাম্মানিক পেলেন প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা।
- এই দাবাড়ুর জন্ম ২০০৬ সালে ২৯ মে। পুরো নাম গুকেশ দোম্মারাজু।ডি গুয়েশ নামেই পরিচিত। সাত বছর বয়স থেকে দাবা খেলায় প্রশিক্ষণ। চেন্নাইয়ের ভেলামল বিদ্যালয়ে পাঠ শুরু। সেই স্কুলই এই দাবাড়ুর সাফল্যে তাঁকে মার্সেডিজ বেঞ্জ গাড়ি উপহার দেয়। বাবা এক জন চিকিৎসক। মা মাইক্রোবায়োলজিস্ট।
- আইএসএল-এ ওড়িশা এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-২ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল দল। আরও কঠিন হয়ে গেল নক আউটে যোগ্যতা অর্জনের পথ।
বিবিধ
- কাশ্মীরে তৈরি হবে দেশের মধ্যে উচ্চতম স্টেশন। পরিকল্পনা অনুযায়ী অনন্তনাগ থেকে পহেলগাম পর্যন্ত নতুন রেলপথ তৈরি হবে ৮৯৯০ ফুট উচ্চতায় দেশের উচ্চতম স্টেশন। ফলে দার্জিলিংয়ে৭৪০৭ ফুট উচ্চতায় ঘুম স্টেশনকেও ছাড়িয়ে যাবে এই স্টেশন। অবশ্য পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন।