আন্তর্জাতিক
- বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়ায় ভারতের সহ্গে সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকাও। সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের কোঅর্ডিনেটর জন কার্বি জানিয়েছেন, আমরা খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি অত্যন্ত জরুরি। কার্জি এও জানিয়েছেন, অন্তর্বর্র্তী সরকার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
- কানাড়ায় তিন ছাত্রের মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। এই মর্মান্তিক ঘটনায় কানাডায় বসবাসকারী ভারতীয়রা নডে় গিয়েছেন। ভারতীয় নাগরিক ও বসবাসকারীদের প্রতিসতর্তা অবলম্বন করার কথা বলা হয়েছে ভারতের তরফ থেকে।
দেশ
- দীর্ঘ দিন ধরে বিরোধিতা করে এসে অবশেষে বিজেপি সরকার জাত গণনার ক্ষেত্রে নরম সুর দেখাল। সংবিধান গ্রহণের ৭৫ তম বর্ষ উপলক্ষে লোকসভায় বিতর্ক প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, জাত গণনার বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে বিরোধীদের আলোচনায় বসার কথা বলেন।
- আর জি কর কাণ্ডে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেলেন। সন্দীপ ঘোষ ছিলেন আর জি করের অধ্যক্ষ। অন্য জন অভিজিৎ মণ্ডল স্থানীয় থানার ওসি। চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু সিবিআই ৯০ দিনেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় আদালত জামিন দিল। অভিজ্ৎ মণ্ডল জেল থেকে বের হলেও সন্দীপ ঘোষ আর জি করের আ্র্থিক দুর্নীতির সঙ্গেও যুক্ত এই অভিযোগের মামলাতে ইডির হাতে বন্দি। তাই তাঁর জেলমুক্তি হল না। অন্য দিকে এই নজিরবিহীন জামিনের কারণে জুনিয়র ডাক্তার ফ্রন্ট নতুন করে পথে নামবে বলে জানিয়েছে। সিবিআই দফতর এর সামনে প্রতিবাদ সভা করবে বলে তারা জানিয়েছে।
- দক্ষিণ ২৪ পরগনার পর এ বার মুর্শিদাবাদে নয় বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও নৃশংস খুনের অপরাধে ধৃত দীনবন্ধু হালদার নামের এক ব্যক্তির ফাঁসি এবং অন্য জন শুভজিৎ হালদারের আজীবন কারাবাসের আদেশ দিল জঙ্গিপুরের প্রথম জেলা ও দায়রা আাদালত। মাত্র দুই মাসে অপরাধীদের গ্রেপ্তার ও সাজা ঘোষণা নজিরবিহীন।
খেলা
- সম্প্রতি দাবায় বিশ্ব ছ্য়াম্পিয়ন হওয়া ডি গুয়েশ এক সমালোচনার বিরুদ্ধে বলেছেন, বিশ্ব চ্যাম্পিয়ন শুধু বোর্ডের খেলা দিয়েই হয় না। চারিত্রিক দৃঢ়তা, ইচ্ছেশক্তির উপরেও নির্ভর করে। সেই গুণগুলো মনে হয় আমি দেখাতে পেরেছি।
বিবিধ
- ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকা যেমন যে কোনও সময় সরাসরি তোলা যায়, কর্মী প্রভিডেন্ট ফান্ডের টাকাও তোলার ক্ষেত্র ঠিক তেমনই সুবিধা আনতে চলেছে পিএফ অফিস। কেন্দ্রীয় শ্রম সচিব সুমিতা দেওরা এই কথা জানিয়েছেন।
- কলেজগুলিতে ছাত্র নির্বাচন চেয়ে কলকাতায় পথে নামলেন এসএফআইয়ের ছাত্রপ্রতিনিধিরা। এক দশকের বেশি ছাত্র সংসদ নির্বাচন হয়নি কলেজগুলিতে।