কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ ডিসেম্বর ২০২৪

52
0
Current Affairs 15th December

আন্তর্জাতিক
  • বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস বক্তৃতা রাখেন। এবং বাংলাদেশের বিএনপি নেতাদের একাংশ ভারত বিরোধিতার শপথ পাঠ করেন।
  • ইউটিউবে একটি ভার্চুয়াল কনসার্টে হিজাব না-পরে গান গাওয়ার অপরাধে ইরানি গায়িকা পারাসতু আহমাদিকে গ্রেপ্তার করা হল। ২৭ বছরের এই গায়িকার কনসার্টে উপস্থিত ছিল চার জন পুরুষ বাদ্যযন্ত্রী। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ইরানের বিচার বিভাগ মামলা দায়ের করে। পরের দিন গ্রেপ্তার করা হয় তাঁকে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরানে কঠিন আইন। এ দেশে পুরুষদের সামনে কোনো মেয়ের একা গান গাওয়া নিষেধ। জনসমক্ষে হিজাব না-পরে আসা দণ্ডনীয় অপরাধ।
  • গাজায় ইজরায়েলি হানায় নিহত হলেন এক চিত্রসাংবাদিক সহ আট জন।সুচির বালাজি। এক তরুণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষক-বিজ্ঞানী।আমেরিকায় ওপেন আইয়ের প্রাক্তন এই গবেষকের রহস্য মৃত্যু হয়েছে। তাঁরমৃত্যু ইন্টারনেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে যন্ত্র। চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য। সাধারণ মানুষ জানেননও না, নিশ্চুপে ক্ষতি করে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সংস্থাগুলি। প্রথমে সমাজমাধ্যমে ও নানা স্তরে দ্বারস্থ হয়েছিলেন এই সায়েন্টিস্ট। তারপরই ২৬ বছর বয়সি এই বিজ্ঞানীর মৃতদেহ পাওয়া যায় তাঁর সান ফ্রান্সিসকোর ফ্ল্যাট খেকে।

 

দেশ
  • ধর্মের ভিত্তিতে দেশে কোনো সংরক্ষণ থাকবে না বলে জানিয়ে দিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এ-ও বলেছেন, যাঁরা এতদিন সংরক্ষণের সুবিধা পেয়ে এসেছেন তাঁরা যাতে সেই সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটাই দেখা দরকার।
  • আরজি কর কাণ্ডে সিবিআই-এর ৯০ দিনেও চার্জশিট না দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানান প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ কেউ সিবিআইয়ের এই ব্যর্থতাকে সমালোচনা করতেও ছাড়েনি। কেন ব্যর্থ এই প্রশ্ন তুলে পথে নামল বিভিন্ন প্রতিবাদী মানুষ ও সংগঠন।
  • জঙ্গি আক্রমণে অথবা নাশকতার মোকাবিলায় এ বার কুইক রেসপন্স টিম গঠন করল (কিউআরটি)রাজ্য সরকার।
  • দেশের বেকারত্ব ও কর্মসংস্থান ও কমর্সংস্থানমুখী প্রশিক্ষণ বাড়াতে বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে তিন দিনের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  •  কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান প্রতিহত করতে শম্ভু সীমানায় কৃষকদের লক্ষ্য করে জলকামান ছুড়ল পুলিশ। কৃষক-পুলিশ খণ্ডযুদ্ধে উত্তপ্ত শম্ভু সীমানা।
  • সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের মহিলা সাংবাদিক-এর প্রতি অশালীন আচরণের ঘটনায় তাঁর দল যে সাসপেনশন জারি করেছিল তা তুলে নিল সিপিএম নেতৃত্ব। তন্ময় দলের সব কাজ আগের মতোই করতে পারবেন।

 

খেলা
  • আইএসএল লিগে কেরল ব্লাস্টার্সকে ৩-২ গোলে হারিয়ে দিল মোহনবাগান। অন্য দিকে ব্রিসবেনে মাত্র ১৩.২ ওভার খেলা হয়ে বৃষ্টির জন্য স্থগিত হয়ে যায় ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা।

 

বিবিধ
  • দক্ষিণী ছবির তারকা অভিনেতা অল্লু অর্জুনকে মুক্তি দিল তেলেঙ্গনা পুলিশ। এক রাত তাঁকে থানায় থাকতে হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল।‘‘পুষ্পা টু’ ছবির প্রিমিয়ারে অভিনেতাকে দেখতে গিয়ে মৃত্যু হয় এক মহিলার। সঙ্গে আহত হয় তাঁর পুত্র। এই ঘটনায় পুলিশ অভিনেতাকে গ্রেপ্তার করেছিল। অভিনেতা মৃত পরিবারের হাতে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন।
  • বিশ্বের প্রথম কার্বন নিউট্রাল শিশুর তকমা পেল তামিল নাড়ুর চেন্নাই নিবাসী দম্পতি দীনেশ এস পি ও জনাগা নন্দিনীর কন্যা। মেয়ের জন্মের আগেই উদ্যোগী হয়ে এই দম্পতি দু’হাজারের বেশি গাছ লাগিয়েছেন তাঁরা। কার্বন ফুটপ্রিন্ট কী?কী ভাবে কেউ হয় কার্বন নিউট্রাল।দৈনন্দিন মানুষের নানা ব্যবহারের কারণে পরিবেশে মিশছে ‘গ্রিন হাউস গ্যাস’ কার্বন ডাইঅক্সাইড। দেখা গিয়েছে একটি পূর্ণবয়স্ক গাছ ফি বছর প্রায় ২৫ কেজি কার্বন ডাই অক্সসাইড শুষে নেয়। যে যত গাছ লাগাবে তার কার্বন ফুটপ্রিন্ট তত কমবে। এবং কার্বন নিউট্রালের দিকে এগোবে। ব্যক্তিপিছু প্রতি বছর যত টন কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মেশে, তা-ই তার কার্বন ফুটপ্রিন্ট।
  •  সর্বভারতীয় পরীক্ষায় বড় সাফল্য বঙ্গসন্তানের। ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিসের (আইএসএস) এ বছর প্রথম হয়েছেন আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী এবং দ্বিতীয় হয়েছেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিল্টু মাজি। সিঞ্চন আসানসোলের রামকৃষ্ণ মিশনের ছাত্র। বিল্টু বিশ্বভারতীতে স্ট্যাটিসটিক্স নিয়ে পড়ছেন।