স্টেট ব্যাঙ্কে ১৩৭৩৫ শূন্যপদে ক্লার্ক নিয়োগ

554
0
SBI Clerk Notification 2024

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ১৩৭৩৫ শূন্যপদে জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) নিয়োগ করা হবে। SBI Clerk Notification 2024

অনলাইন আবেদন করা যাবে ৭ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। বিজ্ঞপ্তি নম্বরঃ CRPD/CR/2024-25/24.

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে।

বয়সঃ ১ এপ্রিল ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে (জন্মতারিখ ২ এপ্রিল ১৯৯৬ থেকে ১ এপ্রিল ২০০৪ সালের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষা হবে দুটি ধাপে- প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা।

প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর),

নিউমেরিক্যাল এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর) এবং রিজনিং এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর)। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা।

মেইন পরীক্ষায় থাকবে জেনারেল/ ফিনান্সিয়াল অ্যাওয়্যারনেস, জেনারেল

ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং এবিলিটি অ্যান্ড অ্যাপ্টিটিউড। মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা ৪০ মিনিট।

রেল বিকাশ নিগমে কর্মী নিয়োগ

বেতনক্রমঃ শুরুতে বেসিক পে ২৬৭৩০ টাকা। পে স্কেল ২৪০৫০-৬৪৪৮০ টাকা।

আবেদনের ফিঃ ৭৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতিঃ https://bank.sbi/web/careers/current-openings  অথবা https://www.sbi.co.in/web/careers/current-openings লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৭ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। SBI Clerk Notification 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

পূর্ব বর্ধমানে ডেটা এন্ট্রি অপারেটর