কলকাতার বোস ইনস্টিটিউটে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। Bose Institute Recruitment 2024
বিজ্ঞপ্তি নম্বরঃ S/CHEM/12/2024-25.
যোগ্যতাঃ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি বা সমতুল।
বয়সঃ বয়স হতে হবে ৩৫ বছরের কম। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
পূর্ব বর্ধমানে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ
পারিশ্রমিকঃ নেট/ গেট পাশ প্রার্থীদের ক্ষেত্রে প্রতি মাসে পারিশ্রমিক ৩১০০০ টাকা
এবং নেট/গেট ছাড়া প্রার্থীদের ক্ষেত্রে প্রতি মাসে পারিশ্রমিক ২৫০০০ টাকা।
বোস ইনস্টিটিউটের কেমিক্যাল সায়েন্সেস বিভাগের গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।
গবেষণা প্রকল্পের নাম ‘অন-দ্য-ফ্লাই কেমিক্যাল ডায়নামিক্স সিমুলেশনস ইন গ্যাস অ্যান্ড কনডেন্সড ফেজ মলিকিউলার সিস্টেমস ইউজিং মেশিন লার্নিং অ্যাপ্রোচ’।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ হবে ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে।
ইন্টারভিউয়ের দিন বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানাঃ Bose Institute, Block-EN, Sector-V, Plot No- 80, Salt Lake City, Kolkata 700091.
Bose Institute Recruitment 2024