কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ ডিসেম্বর ২০২৪

50
0
Current Affairs 18th December

আন্তর্জাতিক
  • অন্য রূপে ডোনাল্ড ট্রাম্প। আইকনিক বাফান্ট হেয়ারস্টাইল বদলে ফেলেছেন ট্রাম্প। এতদিন গোটা বিশ্ব যে ট্রাম্পের চেহারার সঙ্গে পরিচিত, তাঁদের কাছে একেবারে নতুন রূপে আমেরিকার পুনর্নির্বাচিত ট্রাম্প। বর্ষীয়ান এই নেতা সম্পূর্ণরূপে পালটে ফেলেছেন নিজেকে। নতুন হেয়াকাটে একেবারেই অন্য রকম দেখাচ্ছে তাঁকে। নতুন বছরে, নতুন চুলের ছাঁটে, নতুন করে অভিষেক হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ৭৮ বছর বয়সি ট্রাম্প নাকি গল্ফ খেলতেও মাঠে যাচ্ছেন। এখন দেখার এই লুকই রাখেন নাকি পুনরায় পালটে ফেলবেন? অন্য দিকে ট্রাম্প বলেছেন, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ বন্ধ করতে তিনি উদ্যোগী হয়ে পুতিন এবং জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। যাতে তিন বছর ধরে চলা এই বিবাদ বন্ধ হয়।
  •  রাশিয়া ক্যানসারের ভ্যাকসিন আবিষ্কারের কথা জোরালো ভাবে ঘোষণা করল।সংবাদ সংস্থাযাকে শতাব্দীর আবিষ্কার বলা যেতে পারে,  আগামী বছর ২০২৫ সালের গোড়ার দিকে তা বাজারে আসার কথা। ভ্যাকসিনের লক্ষ্য ক্যান্সার কোষগুলিকে নির্মূল করার জন্য প্রতিরোধ ব্যবস্থার ক্ষমতাকে শক্তিশালী করা।রাশিয়া ক্যান্সারের বিরুদ্ধে নিজস্ব এমআরএনএ ভ্যাকসিন তৈরি করেছে, এটি রোগীদের বিনামূল্যে বিতরণ করা হবে, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন জানিয়েছেন।
  • বাংলাদেশে বিজয় দিবসের দিনে শুধুমাত্র দেওয়ালে জয় বাংলা লেখার কারণে  প্রাণ দিতে হল দুই কিশোরকে। শীতের রাতে দুই কিশোর দেওয়ালে জয় বাংলা লিখেছিল। এবং তার ভিডিয়ো তুলে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এই অপরাধে দুই কিশোর মাসুদ রানা এবং তার বন্ধু রায়হানের বাড়িতে চড়াও হয়ে ‘তৌহিদি জনতা’-র কর্মীরা প্রবল মারধর করে। এবং তারই ফলে এই দুই কিশোরের মৃত্যু হল। যারা মেরেছে তারা ছাত্র লীগের সমর্থক।

 

দেশ
  • কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের আপত্তি সত্ত্বেও অবশেষে এক দেশ এক ভোট এই বিল পেশ হল লোকসভায়। বিলটি পেশ হতেই লোকসভায় তুমুল বিতণ্ডা শুরু হয়। প্রতিবাদে মুখর হয় লোকসভার অন্দর। বিরোধীদের দাবি, বর্তমান সরকার এই বিল এনে ভারতের সংবিধানের মূল কাঠামোকে আঘাত করতে চাইছে।  কেন্দ্রের যুক্তি বিভিন্ন সময়ে নির্বাচনের কারণে বিপুল টাকা খরচ হয়। সেই খরচে রাশ টানতেই সরকারের এই উদ্যোগ। ভোট কর্মী এবং নিরাপত্তা কর্মীদের খাটুনিও কমবে। নির্বাচন বিধির কারণে উন্নয়নে ব্যাঘাত ঘটবে না।
  • বুধবার মাঝসমুদ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। মুম্বইযে নৌসেনার স্পিড বোট আচমকা মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ধাক্কা মারে একটি যাত্রীবাহী লঞ্চে। সঙ্গে সঙ্গে মারা গিয়েছেন ১৩ জন শতাধিক যাত্রী নিয়ে যাত্রা করেছিল এই বোট। ১০১ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী লঞ্চটির নাম ‘নীলকমল’। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে মোট ১১০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। অন্য দিকে নৌসেনার স্পিড বোটেও ছিলেন পাঁচজন নৌসেনা কর্মী।গভীর শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

 

খেলা
  • ব্রিসবেন টেস্ট নাটকীয় ভাবে ড্র হল। বিধ্বস্ত ভারত সামান্য জয়ের স্বাদ পেলেও বৃষ্টি এসে খেলা পণ্ড করে দিল এবং ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ড্র হল। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস সাত উইকেট হারিয়ে ৮৯ করে ডিক্লেয়ার ঘোষণা কের। ভারতের কাছে তখন ৫৪ ওভারে ২৭৫ রান করার দরকার। কিন্তু চা বিরতির পর বৃষ্টিতে খেলা পণ্ড হয়ে যায়। এর পরের খেলা মেলবোর্নে।

 

বিবিধ
  • অস্কার দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ।‘ নির্বাচিত হল না ‘পুতুল’ ছবির গায়িকা ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটিও। এই হতাশার মধ্যে আশা জাগিয়েছে ভারত, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি সন্ধ্যা সুরির ‘সন্তোষ’ ছবিটি অস্কারের তালিকায় মনোনীত হয়েছে। এ ছবির গল্পের শিকড় বা উপজীব্য বিষয় ভারত।
  • চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ)রাজ্য সম্পাদক পদে জয়ী হলেন ডাঃ শান্তনু সেন।
  •  আকস্মিক ভাবে সোনার দাম কিছু কমেছে। ২২ ও ২৪ ক্যারাটের দামে বড়সড় স্বস্তি পাবেন মধ্যবিত্তরা। কলকাতায় এ দিন ১০ গ্রাম ২২ ক্যারাটের সোনার দাম ৭১, ৩৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাটের দাম ৭৭,৮৩০ টাকা।
  • পূর্ব বর্ধমানের মেমারিতে এক মাদক পাচারকারী মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সঙ্গীতা সাহানী। উদ্ধার করেছে ৪৭ কেজি গাঁজা ও প্রায় ৪২ লক্ষ টাকা। ব্যাঙ্কের কর্মীরা এসে সেই টাকা গোনার কাজে সহায়তা করেন।