ন্যাশনাল অ্যালমুনিয়াম কোম্পানি লিমিটেডে ৫১৮টি শূন্যপদে নন-এগজিকিউটিভ নিয়োগ করা হবে। NALCO Recruitment 2024
বিজ্ঞপ্তি নম্বরঃ ১২২৪০২১৪।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল- সুপারিন্টেনডেন্ট (ল্যাবরেটরি,
অপারেটর, ফিটার, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্ট মেকানিক, জিওলজিস্ট,
এইচইএমএম অপারেটর, মাইনিং, মাইনিং মেট, মোটার মেকানিক),
ড্রেসার কাম ফার্স্ট এইডার, ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড থ্রি, নার্স গ্রেড থ্রি, ফার্মাসিস্ট গ্রেড থ্রি।
আবেদনের ফিঃ ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।
ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে নিয়োগ
আবেদনের পদ্ধতিঃ www.nalcoindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। NALCO Recruitment 2024
নোটিসটি দেখতে ক্লিক করুন