ন্যাশনাল হেলথ সিস্টেমস সেন্টারে নিয়োগ

66
0
NHSRC Recruitment 2024

সেন্ট্রাল মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অধীন নিউ দিল্লির ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টারে ভিডিওগ্রাফার কাম ডিটিপি অপারেটর নিয়োগ করা হবে। NHSRC Recruitment 2024

যোগ্যতাঃ মাস কমিউনিকেশন বা সমতুল ফিল্ডে ব্যাচেলর ডিগ্রি

অথবা মাস কমিউনিকেশন/ ভিডিওগ্রাফি/ ফিল্ম প্রোডাকশন/ গ্রাফিক ডিজাইন বা সমতুল ফিল্ডে ডিপ্লোমা।

বয়সঃ বয়স হতে হবে ৩৫ বছর বা তার কম।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ২৫০০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ https://nhsrcinda.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। NHSRC Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

এয়ারফোর্সে অগ্নিবীর নিয়োগ