ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে ৬৮টি শূন্যপদে স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে। India Post Payment Bank Recruitment
বিজ্ঞপ্তি নম্বরঃ IPPB/HR/CO/RECT/2024-25/04.
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-আইটি, ম্যানেজার-আইটি,
সিনিয়র ম্যানেজার- আইটি এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট।
আবেদনের ফিঃ ৭৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্র ১৫০ টাকা।
অনলাইন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতিঃ https://ippbonline.com/web/ippb/current-openings লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
দশম শ্রেণি যোগ্যতায় ইন্ডিয়া পোস্টে নিয়োগ
অনলাইন আবেদন করা যাবে ১০ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। India Post Payment Bank Recruitment
নোটিসটি দেখতে ক্লিক করুন