কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জানুয়ারি ২০২৫

36
0
Current Affairs 8th January

আন্তর্জাতিক
  • প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মুহাম্মদ ইউনূস সরকার। হাসিনা ছাড়াও বাতিল করা হয়েছে আরও ৯৬ জনের পাসপোর্ট। মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপ-প্রেস সচিব আজাদ মজুমদার এই ঘোষণা করেছেন। মোট ৯৭জনের পাসপোর্ট এ দিন বাতিল করা হয়। এঁদের বিরুদ্ধে খুন, খুনের ষড়যন্ত্র, গুম খুন, অপহরণের মতো মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
দেশ
  • বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে ভারত সীমান্তের খোলা অংশে কাঁটাতার লাগাবার উদ্যোগী হয়। সেই কাজকে বাধা দিতে চাইছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজেবি। সেই বিষয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজেবি-র মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। মালদহের কালিয়াচক ব্লকের একটা অংশে রয়েছে মরাগঙ্গা নদী। সেখানে সীমান্ত ফাঁকা। বিস্তীর্ণ অঞ্চল দিয়ে অনুপ্রবেশ রুখতেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে ভারত।
  • রাজ্যে জুড়ে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের মধ্যে ১৭টির নাম চূড়ান্ত করেছেন রাজ্যপাল। বাকি আরও ১৭ জনের নাম নির্বাচন। তা সম্পূর্ণ করতে সুপ্রিম কোর্ট আরও সময় দিল। উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল–মুখ্যমন্ত্রী বিরোধ এক সময় তুঙ্গে উঠেছিল।

 

খেলা
  • সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর কেরলকে হারিয়ে বাংলা সন্তোষ ট্রফি জয়ী হয়। এই নিয়ে ৩৩ বার চ্যাম্পিয়ন হয় বাংলা। সম্মানিত করা হয় বাংলার কোচ সঞ্জয় সেনকেও।

 

বিবিধ
  • বিখ্যাত সাংবাদিক তথা লেখক প্রীতিশ নন্দী প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পেশায় সাংবাদিক হলেও তাঁর পরিচয় একজন লেখক, চিত্রকর এবং রাজনীতিবিদও। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন।তাঁর অন্তত ৪০টি কবিতার বই রয়েছে। বাংলা, উর্দু, পাঞ্জাবি কবিতা অনুবাদ করেছেন ইংরেজিতে। ১৯৯৩ সালে নিজের মিডিয়া সংস্থা প্রীতিশ নন্দী কমিউনিকেশন গঠন করেন। তাঁর এই কোম্পানি বহু চলচ্চিত্র, টিভি শো-সহ নানাবিধ কনটেন্ট প্রযোজনা করেছে। রাজ্যসভার সাংসদও হয়েছিলেন। সাহিত্যের অসামান্য অবদানের জন্য ১৯৭৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।
  • চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের পর থেকে বিশ্বে চাকরির বাজার কেমন হবে তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বিশ্বের বাজারে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। এর সঙ্গে তাল রেখে চাকরির বাজারেও নতুন করে পরিবর্তন আসতে বাধ্য। সেদিক থেকে দেখতে হলে ২০২৫ থেকে শুরু করে ২০৩০ সালে প্রচুর প্রযুক্তিনির্ভর চাকরি তৈরি হবে।
  • জলপথে পরিবেশ রক্ষায় ভারতবর্ষে প্রথম চালু হল এন জি ইলেকট্রিক ফেরি ভেসেল। উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে চালু হল। নাম ঢেউ। পরিবেশের দূষণ কমাবে বিদ্যুৎ চালিত এই ভেসেল। যাত্রীদেরও দেবে সুরক্ষা। সেই সঙ্গে গহ্গাসাগর মেলা ুপলক্ষে বিরাট সংখ্যক ট্রেন ও বাস চালুর কথা ঘোষণা করেছে রেল ও রাজ্যে বাস পরিবহন সংস্থা।