আন্তর্জাতিক
- নতুন করে আগুন ছড়াতে শুরু করেছে লস অ্যাঞ্জেলস-এ। কয়েক ঘণ্টায় ৯০০ একর জমি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। পালিসাডেসে ১৯০০০ একর জমি পুড়ে গিয়েছে। অন্য দিকে, আল্টাডেনায় আগুনের গ্রাসে চলে গিয়েছে ১৩০০০ একর জমি। এই দুই জায়গায় বসতি এলাকা আগুনের গ্রাসে চলে যাওয়ায় দশ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে গিয়েছেন। গত কয়েক দিন ধরে জ্বলতে থাকা ক্যালিফর্নিয়ার আগুন-সঙ্কট নিয়ন্ত্রণে আনতে শেষমেশ ন্যাশনাল গার্ডকে ডাকা হয়েছে।
দেশ
- গুরুতর পথ দুর্ঘটনায় সবচেয়ে মূল্যবান সময় প্রথম এক ঘণ্টা। এই সময়কে আহতদের চিকিৎসার জন্য দেশের যে কোনো হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা রাখতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে দেশের উচ্চ আদালত
- ডাক্তারি ছাত্রীর ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় আর জিকর মামলার রায় শোনা যাবে ১৮ জানুয়ারি কলকাতার শিয়ালদহ আদালতে।
- দেশের সীমান্তরক্ষী বিজিবি-র বাধা উপেক্ষা করে সীমান্তে কাঁটাতার দিলেন গ্রামের বাসিন্দারা। কোচবিহার জেলার মেখলিগঞ্জের কুচলিবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নিজেরাই কাঁটাতারের বেড়া দিতে যান গ্রামবাসীরা। এতে বিজিবি-র লোকজন বাধা দিতে এলে তা উপেক্ষা করে অস্থায়ীভাবে কাঁটা তারের বেড়া দেন গ্রামবাসীরা।
- তিরুপতিতে দর্শনের আগে টিকিট সংগ্রহের সময় ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত ১৬। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল-সহ অনেকেই।প্রতি বছরের মতো এ বছরও তিরুপতি মন্দিরে ১০ দিনের বৈকুণ্ঠ একাদশী উৎসব শুরু হয়েছে। উৎসবের প্রথম তিন দিন, ভক্তদের জন্য বিনামূল্যে বিগ্রহ দর্শন বা ‘সেবা দর্শন’ ব্যবস্থা করা হয়। মন্দির কর্তৃপক্ষ ভক্তদের ভিড় সামলাতে সে জন্য কুপনের ব্যবস্থা করেন। এ বছর সেই কুপন সংগ্রহ করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে।
খেলা
- দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের একাংশ। চার দিকে আগুনের লেলিহান শিখা। আগুনের কবলে পড়েছে অন্তত ১০০০ বাড়ি। উদ্ধার করা হয়েছে ৭০ হাজারের বেশি মানুষকে। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে হলিউডের বহু অভিনেতার বাড়ি। বহু ক্রীড়াবিদও ক্ষতিগ্রস্ত। তাঁদেরই অন্যতম প্রাক্তন সাঁতারু গ্যারি হল
- ১৯৯৬, ২০০০ এবং ২০০৪ অলিম্পিক্সে আমেরিকার প্রতিনিধিত্ব করেছিলেন। জিতেছিলেন পাঁচটি সোনা, তিনটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ পদক। এ ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ছ’টি পদক রয়েছে তাঁর। দাবানলের আগুন ছুঁয়েছে হলের বাড়িও। একটিও অলিম্পিক্স পদক বাঁচাতে পারেনি তিনি। রক্ষা করতে পারেননি বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকগুলিও।
- রিয়াল মায়োরকাকে ৩-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনার বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের। রবিবারসেই বার্সেলোনার বিরুদ্ধেই স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে হবে রিয়াল মাদ্রিদকে।বুধবার এই মাঠেই বার্সেলোনা অন্য সেমিফাইনালে জিতেছিল অ্যাথলেটিক বিলবাও ক্লাবের বিরুদ্ধে। সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা। লামিনে ইয়ামাল এবং গাভি একটি করে গোল করেছিলেন।
বিবিধ
- ফের লোকালয়ে হাতির তাণ্ডব।ডুয়ার্স-এর জলদাপাড়ার চিলাপাতা জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে চলে আসে চারটি হাতির একটি দল।ডোব্বরহাট এলাকায় এক বাড়ির ঘর ভেঙে দু’বস্তা ধান খেয়ে নেয় হাতির দলটি। দক্ষিণ ও উত্তর কামসিং ও শালবাড়ি এলাকায় দাপিয়ে বেড়ায় দলের সবকটি হাতি। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। মথুরা চা বাগানে হাতি ঢুকে গেলে কাজ ছেড়ে পালান চা শ্রমিকরা। পন্ড হয়ে যায় চা বাগানের কাজ।