ডোয়েকের ‘ও’, ‘এ’, ‘বি’, ‘সি’ লেভেলের পরীক্ষার আবেদন শুরু

1325
0
Doacce Course Picture

ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (পূর্বতন ডোয়েক)-এর ‘ও’, ‘এ’, ‘বি’ ও ‘সি’ লেভেল-এর পরীক্ষার জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা হবে আগামী জুলাইয়ে।

আবেদন করা যাবে ডোয়েকের অ্যাক্রেডিটেড ইনস্টিটিউটগুলির মাধ্যমে। এরকম কোনো ইনস্টিটিউটে যাঁরা নথিভুক্ত নন তাঁরাও আবেদন করতে পারেন উপযুক্ত যোগ্যতা থাকলে। যোগ্যতার বিষয়ে বিশদে জানতে পারবেন নিচের ওয়েবসাইটে।

পরীক্ষার ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ আরটিজিএস-এনইএফটি-র মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: http://student.nielit.gov.in ওয়েবসাইট থেকে পরীক্ষার জন্য আবেদনের লিঙ্ক পাওয়া যাবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ এপ্রিল ২০১৮ পর্যন্ত। কমন সার্ভিস সেন্টার থেকেও অনলাইন আবেদন করা যাবে। কমন সার্ভিস সেন্টার সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.csc.gov.in ওয়েবসাইট থেকে। ইনস্টিটিউশনের ভেরিফিকেশন করা যাবে http://onlineaccr.nielit.gov.in ওয়েবসাইটে গিয়ে। অনলাইন ভেরিফিকেশন করা যাবে ১৯ মার্চ ২০১৮ তারিখে। ‘ও’, ‘এ’, ‘বি’ ও ‘সি’ লেভেলের থিওরি পরীক্ষা হবে ১৪ জুলাই ২০১৮ এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে ২৮ জুলাই ২০১৮ তারিখে। রেজাল্ট বের হওয়ার সম্ভাব্য সময় চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ।