কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ এপ্রিল ২০১৮

776
0
current-affairs-16042018-picture

জাতীয়

  • হায়দরাবাদে মক্কা মসজিদে বিস্ফোরণের মামলায় স্বামী অসীমানন্দ সহ ৫ অভিযুক্তকে মু্ক্তি দিল এনাইএ-র বিশেষ আদালত। ২০০৭ সালের ১৮ মে ওই বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে এনআইএ প্রমাণ দাখিল করতে না পারায় তাঁরা মুক্তি পেলেন বলে জানানো হল। এই রায় দেওয়ার পরই ইস্তফা দিয়েছেন এনআইএ আদালতের বিচারপতি কে রবিন্দর রেড্ডি।
  • ৪৮ সদস্যের পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এ্রনএসজি) ভারতের অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করল জার্মানি। ভারত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর না করায় এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির প্রশ্নে আপত্তি জানিয়ে আসছে চিন।
  • ওড়িশার বাগাডিহি অরণ্যে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ৪টি হাতির।

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগারে দুদল বন্দির মধ্যে সংঘর্ষে মৃত্যু হল ৭ জন বন্দির। সাউথ ক্যারোলিনার লি সংশোধনাগারে এই ঘটনা ঘটেছে। দাগি অপরাধীদের রাখার জন্য ১৯৯৩ সালে এই বিশেষ নিরাপত্তাযুক্ত সংশোধনাগারটি তৈরি হয়েছিল।
  • পাকিস্তানে বিচার ব্যবস্থার বিরুদ্ধে সমানে বিষোদ্গার করে চলেছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল। এই পরিস্থিতিতে শরিফ, তাঁর কন্যা ও দলের অন্যান্য পদাধিকারীদের বিচারবিভাগ সম্পর্কে কোনো মন্তব্য টেলিভিশনে সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করল লাহোর হাইকোর্ট।
  • এদিন লন্ডনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল গত ৫ বছরে কমনওয়েলথভুক্ত দেশগুলিতে সাংবাদিকদের ওপর হামলা সংক্রান্ত রিপোর্ট। ২০১৩ থেকে ২০১৭ সালে কমনওয়েলথভুক্ত দেশগুলিতে ৫৭ জন সাংবাদিক খুন হয়েছেন বলে রিপোর্টে দাবি করা হল।

খেলা

  • সুপার কাপের ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। এদিন তারা সেমিফাইনালে ১-০ গোলে হারাল এফসি গোয়াকে।
  • ফরাসি লিগ চ্যাম্পিয়ন হল প্যারিস সঁ জা। ৩৩ ম্যাচে ৮৭ পয়েন্ট পেয়ে তারা খেতাব জিতল। এদিন লিগের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মোনাকোকে ৭-১ গোলে হারাতেই তাদের খেতাব জয় নিশ্চিত হল। এই নিয়ে তারা সপ্তমবার চ্যাম্পিয়ন হল।
  • তাইপেই চ্যালেঞ্জার খেতাব জিতলেন ভারতের ইউকি ভামব্রি। বিশ্ব র‍্যাঙ্কিংয়েও তাঁর ক্রম ২২ ধাপ এগিয়ে হল ৮৩।

বিবিধ

  • গত মার্চ মাসে দেশে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি ২.৪৭ শতাংশ ছিল বলে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এদিন জানাল।
  • বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন তৈরির জন্য আলাদা কোনো লা€ইসেন্স লাগবে না। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক এদিন একথা জানাল। তাদের বক্তব্য, চার্জ দেওয়া একটি পরিষেবা। তার কেন্দ্র খোলার জন্য আলাদা লাইসেন্সের দরকার নেই।
  • প্রবীণ সাংবাদিক এস নিহাল সিং (৮৮) প্রয়াত হলেন।