কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ এপ্রিল ২০১৮

830
0
current-affairs-17042018-picture

জাতীয়

  • সুইডেন সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ বছর পর এই প্রথম সুইডেনে পা রাখলেন ভারতের কোন প্রধানমন্ত্রী। স্টকহল্‌ম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন।
  • ৬টি ব্যাঙ্ককে ৬২১ কোটি টাকা প্রতারণার দায়ে ৪টি বেসরকারি সংস্থার বিরুদ্ধে মামলা করল সিবিআই। অন্যদিকে ব্যাঙ্ক প্রতারণার ঘটনাগুলি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলকে ১৭ মে ডেকে পাঠাল অর্থনীতি সংক্রান্ত সংসদীয় কমিটি।

আন্তর্জাতিক

  • সিরিয়ার দুমা শহরে রাসায়নিক অস্ত্র প্রয়োগ হয়েছিল কিনা, তার সরেজমিন তদন্ত শুরু করলেন ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস’-এর সদস্যরা। নিরাপত্তার কারণে প্রথমে তাঁদের দুমা যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল রাশিয়া। পরে মত বদলায়। এই প্রতিনিধি দলে ভারতের প্রতিনিধি বেণু রাজামণিও রয়েছেন। মার্কিন গোয়েন্দাদের দাবি, ৬ এপ্রিলের হামলায় ক্লোরিন গ্যাস এবং নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়ে থাকতে পারে।
  • সিরিয়ার রাষ্ট্রপতি বাসর আল আসাদকে ২০০০ সালে ফ্রান্স যে তাদের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘লিজিয়ঁ দ্যো’নর’ দিয়েছিল তা ফিরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে এদিন জানানো হল।
  • ভারত থেকে ওয়াঘা সীমান্ত হয়ে আফগানিস্তানে পণ্য রপ্তানিতে পাকিস্তান লাগাতার বাধা দিচ্ছে বলে অভিযোগ করলেন ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত শায়দা মহম্মদ আবদালি।

খেলা

  • সুপার কাপের ফাইনালে উঠল বেঙ্গালুরু এফসি। এদিন সেমিফাইনালে তারা ৪-২ গোলে হারাল মোহনবাগানকে। হ্যাটট্রিক করলেন নিকোলাস ফেদর ফ্লোরেস (মিকু)।

বিবিধ

  • ২০১৮ সালে ভারতের বৃদ্ধি ৭.৪ শতাংশ হবে বলে এদিন পূর্বাভাস দিল আইএমএফ। এই সময়ে চিনের বৃদ্ধি ৬.৪ শতাংশ হবে বলে তারা পূর্বাভাস দিল। বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস, ২০১৮ সালে ভারতের বৃদ্ধির হার হবে ৭.৩ শতাংশ।
  • ফিকি-র সেক্রেটারি জেনারেল নিযুক্ত হলেন দিলীপ সেনয়।
  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করলেন, চিন তাদের মুদ্রার দাম কৃত্রিমভাবে কমিয়ে রেখে রপ্তানির বাজারে বাড়তি সুবিধা নিচ্ছে। চিনের টেলিকম যন্ত্রাংশ রপ্তানিকারী সংস্থা জেডিটিই কর্পোরেশনের স্বীকৃতি খারিজ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপে চিনও এদিন থেকেই মার্কিন মুলুক থেকে রপ্তানি করা জোয়ার-বাজরা জাতীয় শস্যে শাস্তিমূলক আমদানি শুল্ক বসাল চিন প্রশাসন।